ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদ-উল-আযহায় মুক্তি পাচ্ছে শাহ আলম মন্ডলের চলচ্চিত্র ‘ডনগিরি’

প্রকাশিত: ০৪:০৯, ৭ জুলাই ২০১৮

ঈদ-উল-আযহায় মুক্তি পাচ্ছে শাহ আলম মন্ডলের চলচ্চিত্র ‘ডনগিরি’

স্টাফ রিপোর্টার ॥ আগামী ঈদ-উল-আযহার আনন্দকে বাড়িয়ে দিতে মুক্তি পেতে যাচ্ছে নতুন একটি চলচ্চিত্র। সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ চলচ্চিত্র ‘ডনগিরি’। মরহুম যোসেফ শতাব্দীর সর্বশেষ কাহিনী ও সংলাপ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ডনগিরি’ পরিচালনা করেছেন শাহ আলম মন্ডল’। চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, আনিসুর রহমান মিলন ও নবাগত এমিয়া এমি। চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আলীরাজ, সাদেক বাচ্চু, অরুনা বিশ্বাস, কাজী হায়াৎ, জিয়া তালুকদার, রতন, এ আই ফারুক, কমল পাটেকর, রেজাউল এবং নবাগত ঐশিক শামীম। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। ‘ডনগিরি’ চলচ্চিত্রের জন্য গান রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার, কবির বকুল ও মনির হোসেন ইলিয়াস। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনক চাপা, রূপম, লেমিস, পুলক অধিকারী, ইমরান, পড়শী ও সৈয়দ হাসান ইমাম। ‘ডনগিরি’ চলচ্চিত্রের চিত্রগ্রহণে ছিলেন এসএম আজহার। নৃত্য পরিচালনায় মাসুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব। বিশেষ দৃশ্য পরিচালনায় ডিএইচ চুন্নু। রূপসজ্জায় জামাল ও কাজী সেলিম, অঙ্গসজ্জায় নাজিম। শিল্প নির্দেশনায় ফরিদ। স্থিরচিত্রে এস এম আবু শহীদ। সম্পাদনায় তৌহিদ হোসেন চৌধুরী। মোশাররফ হোসেন নিবেদিত ‘ডনগিরি’ চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে এস এস কথাচিত্র ইন্টারন্যাশনাল। ‘ডনগিরি’ চলচ্চিত্রের পরিচালক শাহ আলম মন্ডল জানান, প্রেমের ক্ষেত্রে নেতাগিরি, বসগিরি, দাদাগিরি, সর্বোপরি ‘ডনগিরি’ চলে না। প্রেমের ক্ষেত্রে যে হিরোগিরি করতে জানে সেজনই সফলতার দোড়গোড়ায় পৌঁছায়। এমনি প্রেক্ষপট নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ডনগিরি’। ‘ডনগিরি’ চলচ্চিত্রটি আগামী ঈদ-উল-আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
×