ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তুরস্কে প্রথম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান

প্রকাশিত: ১৮:৫৯, ১০ জুলাই ২০১৮

তুরস্কে প্রথম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান

অনলাইন ডেস্ক ॥ তুরস্কে প্রথম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল সোমবার রাজধানী আঙ্কারার পার্লামেন্ট ভবনে তিনি শপথ নেন। এর মাধ্যমে দেশটি পার্লামেন্ট পদ্ধতির শাসন থেকে প্রেসিডেন্ট শাসিত সরকারের দিকে গেল। গত বছর পাস করা এক আইনে প্রেসিডেন্টকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। এরদোয়ান বলেছেন, তিনি নতুন পদ্ধতির মাধ্যমে তুরস্ককে অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন। গত মাসের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান তিনি। আগে পার্লামেন্টের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলেও এখন থেকে প্রেসিডেন্টই সর্বময় ক্ষমতার অধিকারী। দেশটিতে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করা হয়েছে। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নিয়োগ এবং ক্ষমতাচ্যুত করতে পারবেন। সূত্র ॥ আল-জাজিরা।
×