ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদক ব্যবসায়ীর পিটুনিতে যুবক আহত

প্রকাশিত: ০১:২৭, ১১ জুলাই ২০১৮

মাদক ব্যবসায়ীর পিটুনিতে যুবক আহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ ভাঙ্গুড়ায় মাদক বিক্রির সময় পুলিশকে জানানোর অভিযোগে নাজিম খান (১৮) নামে এক যুবককে পিটিয়ে মারাত্মক আহত করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার ঝি-কলকতি গ্রামের একটি বাগান থেকে নাজিমকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয় বাসিন্দারা। আহত নাজিম উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের ইলিয়াস খানের ছেলে। জানা গেছে, গত এক মাস আগে চরভাঙ্গুড়া গ্রামের খাঁ পাড়া স্কুল মাঠে ইয়াবা বিক্রির সময় নাজিম গোপনে পুলিশে খবর দেয়। সেসময় পুলিশ অভিযান চালিয়ে ৮০ পিচ ইয়াবাসহ চরভাঙ্গুড়া গ্রামের গফুর আলীর ছেলে আক্তার ও রবিউল ইসলামের ছেলে আশিককে আটক করে আদালতে প্রেরণ করেন। গত সপ্তাহে তারা জামিনে মুক্ত হয়। এরপর এ ২ মাদক ব্যবসায়ী বুধবার দুপুরে নাজিমকে তার বন্ধু জাহিদুলকে দিয়ে কৌশলে ঝি-কলকতি গ্রামের নির্জন একটি বাগানে নিয়ে গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে ও মুখে রুমাল গুজে দিয়ে মারপিট করে। একপর্যায়ে নাজিম জ্ঞান হারিয়ে ফেললে তাকে রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে স্থানীয়রা নাজিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিউটি অফিসার এস আই হাসান জানান, মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হলেই আসামীদেরকে আটকের অভিযান শুরু হবে।
×