ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে একটি স্বচ্ছ বাজার ব্যবস্থা দরকার ॥ মার্সিয়া বার্নিকাট

প্রকাশিত: ০২:২৫, ১১ জুলাই ২০১৮

বাংলাদেশে একটি স্বচ্ছ বাজার ব্যবস্থা দরকার ॥ মার্সিয়া বার্নিকাট

অর্থনৈতিকে রিপোর্টার ॥ বাংলাদেশে একটি স্বচ্ছ বাজার ব্যবস্থা দরকার বলে মনে করেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। বুধবার রাজধানীর ব্রাক ইন সেন্টারে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের ( আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় ( এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গত বছর বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর পরিমাণ ২৩ শতাংশ। আমরা ব্যবসায়ীদের এখানে আনার ব্যবস্থা করেছি। এখন তাদের ধরে রাখার দায়িত্ব বাংলাদেশের। আমি ব্যবসায়ী কমিউনিটিকে একসঙ্গে কাজ করা আহ্বান জানাই। যখন বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে ডিল হবে তখন যেন সবার জন্য সমান লেবেল প্লেইং ব্যবস্থা থাকে। আইবিএফবি এর বিদায়ী সভাপতি হাফিজুর রহমান খান বলেন, বিজনেস টু বিজনেস সম্পর্ক তৈরি করতে গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছে আইবিএফবি। গত কয়েক বছরে ওয়ান স্টপ সার্ভিস এ্যাক্ট, জাহাজ নির্মান, লাইট ইজ্ঞিনিয়ারিং, বেসরকারি খাত উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম, বিদেশী বিনিয়োগসহ বিভিন্ন খাত উন্নয়নে নানান দিক নিয়ে কাজ করেছে বলে তিনি জানিয়েছেন।
×