ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তর করছে : বস্ত্র ও পাটমন্ত্রী

প্রকাশিত: ০৩:০৩, ১১ জুলাই ২০১৮

সরকার জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তর করছে : বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি বলেছেন, বর্তমান সরকারের দৃঢ় পদক্ষেপের কারনে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রনের হার সহনীয় পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার কারনে পরিবার পরিকল্পন্ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মকান্ড সুচারুরুপে পালনের মধ্য দিয়ে এই সাফল্য বয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সার্কিট হাউস চত্বরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচীর উদ্বোধন করে এ কথাগুলো বলেন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। সেখানে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ, প্রমুখ বক্তব্য রাখেন। পরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকান্ডে উল্লেখযোগ্য অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের ১০ কর্মচারীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
×