ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউরো আর্ট ট্যুরে প্রীমা

প্রকাশিত: ০৭:৪৭, ১২ জুলাই ২০১৮

ইউরো আর্ট ট্যুরে প্রীমা

সংস্কৃতি ডেস্ক ॥ ইউনেস্কো আয়োজিত গ্রীসের চালকিডায় আন্তর্জাতিক এ্যাকশন পেইন্টিং সিম্পোজিয়ামে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিশিষ্ট ভিজ্যুয়াল শিল্পী নাজিয়া আন্দালিব প্রীমা। প্রীমা জানান, এই সিম্পোজিয়ামের উদ্দেশ্য ছিল ‘আজকের বিশ্বে মানবতা এবং শান্তি স্থাপন’। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সম্প্রতি প্রীমা তার সফর পারফরমেন্স (ট্রেন প্রজেক্ট) ৯ জুলাই থেকে শুরু করেছেন যা আগামী ১৬ জুলাই শেষ হবে। এর কিছু দিন আগে গত ১৯ থেকে ২৪ জুন ২০১৮ পর্যন্ত প্রীমা গ্রীসে আর্ট সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন এবং চালকিডা সৈকতে তার ‘ক্যাওস এ্যান্ড স্কিম’ লাইভ আর্ট পারফরমেন্স শিল্প ভক্ত এবং চিত্তরঞ্জকদের সমাদর অর্জন করেন। বুদাপেস্ট, প্রাগ, ও ক্রাকোতে, অন্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে প্রীমা ইউরো ট্রেনের বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বিভিন্ন আন্তর্জাতিক শিল্পীদের কাজের পাশাপাশি, প্রীমা ওই স্থানগুলোতে পরিবেশের সঙ্গে জড়িত যেমন- জাদুঘর, বাগান, ইনস্টিটিউট প্রভৃতির একটি শৈল্পিক প্রসঙ্গ তৈরি করতে যাচ্ছেন। এমন তথ্যই জানিয়েছেন প্রীমা। প্রীমার পারফরমেন্স সামাজিক নেটওয়ার্ক মাধ্যমে লাইভ প্রচার করা হবে। প্রসঙ্গত, নাজিয়া আন্দালিব প্রীমা হোস্ট সংস্থার থেকে অনন্য লাইভ আর্ট পারফরমেন্সের জন্য সম্মানসূচক পদক অর্জন করেছেন। প্রীমা, বাংলাদেশের সর্বাধিক গতিশীল, প্রফুল্ল ও বিশিষ্ট ভিজ্যুয়াল শিল্পী, ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘অঙ্কন ও চিত্রনাট্য’ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। প্রীমা তার ঐতিহ্যবাহী এবং যুগোপযোগী ক্যানভাসে নারীর প্রতিনিধিত্বের বিষয়গুলোর সঙ্গে কাব্যিক পদ্ধতিতে পরিভাষায় রূপান্তরিত করেন। তার কাজগুলো ইতোমধ্যেই অসাধারণ সাহসিকতা, উদ্ভাবনী পদ্ধতি এবং স্বতন্ত্র কৌশলের জন্য স্বীকৃত হয়েছে। খুব স্বল্প সংখ্যক শিল্পী আছেন যারা বাংলাদেশে শিল্পে নতুন কর্মক্ষমতা, ভিডিও ইনস্টলেশন এবং যুগোপযোগী ধারাবাহিকতা অন্তর্ভুক্ত করেন। প্রীমা তাদের মধ্যে অন্যতম। ২০০৩ সাল থেকে তিনি এই ধরনের শৈল্পিক সৃষ্টিতে নিজেকে নিবেদিত করেছেন।
×