ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘কবিতার অনুধ্যানে আবু জাফর খান’ কবিতাসন্ধ্যা কাল

প্রকাশিত: ০৭:৪৮, ১২ জুলাই ২০১৮

‘কবিতার অনুধ্যানে আবু জাফর খান’ কবিতাসন্ধ্যা কাল

স্টাফ রিপোর্টার ॥ জীবনবোধ, হারিয়ে ফেলা স্মৃতির বেদনা, জন্ম-মৃত্যুর আখ্যান, মনুষ্যত্বের স্বরূপ, রহস্যনিবিড়তা ইত্যাকার বিষয় ভাবনার অবয়ব উন্মোচন করে কবি আবু জাফর খানের কবিতা। তার কবিতায় রয়েছে দর্শনজাত ভাষা ও আঙ্গিক-শৈলীতে নতুনত্বের ছোঁয়া। একটা স্ব-ভাষার সূচনা করতে সক্ষম হয়েছেন তিনি, যা তাকে আলাদাভাবে চিহ্নিত করে। স্বভাবে আত্মমগ্ন, প্রকাশেও তাই, ধ্যানী-তপস্বীর মতো তিনি। তার কবিতায় চিত্রকল্প একটি নিত্য অনুষঙ্গ বিষয় প্রকৃতি ঘেরা। তার কবিতা নিয়ে ‘কবিতার অনুধ্যানে আবু জাফর খান’ শীর্ষক কবিতা সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ কবিতা মঞ্চ। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এ কবিতা সন্ধ্যায় স্বাগত সম্ভাষণে থাকবেন কবি নির্মলেন্দু গুণ। কবির কবিতা থেকে আবৃত্তি করবেন বাচিকশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও স্বরকল্পন আবৃত্তিচক্র। আবহসঙ্গীতে থাকবেন সালাহ উদ্দীন মাহবুব ও বংশীবাদক সুজন মিয়া। সমাপনী সম্ভাষণে কথাশিল্পী সেলিনা হোসেন। অনুষ্ঠান সহযোগী হিসেবে থাকছে ইত্যাদি গ্রন্থপ্রকাশ ও বেহুলাবাংলা। কবি ও কথাশিল্পী আবু জাফর খানের জন্ম পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামে। এ পর্যন্ত এককভাবে তার ১৪টি গ্রন্থ প্রকাশ হয়েছে (৭টি উপন্যাস, ৬টি কাব্যগ্রন্থ ও ১টি গল্পগ্রন্থ)। তাছাড়া যৌথভাবে দুই বাংলার কবিদের সঙ্গে তার ৫টি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ‘বাংলাদেশ কবিতা সংসদ’ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা পদক, রবীন্দ্র স্মারক সম্মাননা, আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন উপলক্ষে কথাসাহিত্যে (বাংলাদেশ) বাংলা সাহিত্য পদক, কলকাতা থেকে ড. বি আর আম্বেদকর সাহিত্য সম্মাননা, কলকাতা থেকে প্রকাশিত চোখ পত্রিকার পক্ষ থেকে চোখ সাহিত্য পদক, কবি জসীমউদ্দীন পরিষদ কর্তৃক পল্লীকবি জসীমউদ্দীন স্বর্ণপদক, ভারত থেকে নজরুল সাহিত্য স্মৃতি স্বর্ণপদক এবং মাইকেল মধুসূদন একাডেমি, ভারত থেকে মাইকেল মধুসূদন স্মৃতি সম্মাননা অর্জন করেন। আত্মপ্রচার বিমুখ এই সাহিত্য প্রতিভা নীরবে নিভৃতে নিরন্তর সাহিত্য চর্চা করে চলেছেন।
×