ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সজল-প্রসূন আজাদের ‘অপেক্ষার শেষ সময়’

প্রকাশিত: ০৭:৪৯, ১২ জুলাই ২০১৮

সজল-প্রসূন আজাদের ‘অপেক্ষার শেষ সময়’

স্টাফ রিপোর্টার ॥ ফান এ্যান্ড এন্টারটেইনমেন্ট টাইমের আয়োজন হিসেবে আজ বৃহস্পতিবার রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে একক নাটক ‘অপেক্ষার শেষ সময়’। ইফতেখারুল ইসলাম জনের রচনা ও পরিচালনায় নাটকের প্রধান দুটিচরিত্রে অভিনয় করেছেন আব্দুন নুর সজল ও প্রসুন আজাদ। আরও আছেন বাধন তালুকদার, মম শিউলি, ইভান তালুকদার, সাঈদ লিটন প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, জেলা শহরের পার্শ¦বর্তী এলাকায় শহরের মতোই উন্নত একটি গ্রাম। গ্রামের বড় বাড়িগুলোর মধ্যে মিয়াজি বাড়ি বেশ নাম করা। মিয়াজি বাড়ির আব্দুল বাছেদ মিয়াজি ইউনিয়ন পরিষদ মেম্বার থাকাকালীন একজন প্রতিবেশীকে নিয়ে একদিন রাতে বাড়ি ফিরছে। চলার পথেই হঠাৎ শিশুর কান্নার আওয়াজ পায়। কাছে গিয়ে দেখে এক বছর বয়সী একটি মেয়ে শিশু কাঁদছে। শিশুটিকে কোলে নিয়ে নিজের চোখের জল ধরে রাখতে পারেনি। শিশুটিকে বুকে জড়িয়ে নিয়ে যায় নিজের বাড়িতে। আজ সেই শিশুটি হাওয়াইন গিটারে স্বর্ণপদক নিয়ে ভোলায় আসছে। সন্ধ্যায় লঞ্চে এসে কেবিনে ব্যাগ রেখে বাইরে দাঁড়ায় সাজিদ। কিছুক্ষণ পর চোখে পড়ে অষ্টাদশী কন্যা তুলি আপন মনে দাঁড়িয়ে আছে। রাতে ক্যান্টিনে আবারও দেখা হয় তাদের। তুলির ফোনের কথোপকথনে সাজিদ জানতে পারে তুলি হাওয়াইন গিটারে স্বর্ণপদক পায়। লঞ্চ থেকে নেমে জোনাল অফিসে প্রবেশ করে সাজিদ। কাজে মন বসে না। চোখের সামনে কেবলি তুলির মুখ ভাসে। ভালবেসে ফেলেছে মেয়েটাকে। মা সারাদিন বিয়ের জন্য তাগিদ দেয়। এবার মায়ের ইচ্ছা পূরণ হবে। একদিন সুযোগ করে কথা বলার চেষ্টা করে সাজিদ। স্থানীয় মাস্তান টাইপের এক ছেলে পছন্দ করত তুলিকে। সেই ছেলে কর্তৃক লাঞ্ছিত হয় সাজিদ। তাতে তুলির মনে দাগ কাটে। এরপর ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা।
×