ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘বনি এম লাইভ ইন ঢাকা’ কনসার্ট কাল

প্রকাশিত: ০৭:৪৯, ১২ জুলাই ২০১৮

‘বনি এম লাইভ ইন ঢাকা’ কনসার্ট কাল

স্টাফ রিপোর্টার ॥ সত্তর দশকের বিখ্যাত গানের দল ‘বনি এম’ ঢাকায় আসছে। জানা গেছে ঢাকার একটি কনসার্টে গাইতে আসছেন তারা। এ কনসার্টের আয়োজন করেছে ক্রেইন্স এন। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘বনি এম লাইভ ইন ঢাকা’ শীর্ষক ওই কনসার্টটি অনুষ্ঠিত হবে। ব্যান্ডটির চার সদস্য সন্ধ্যা ৭টা থেকে দুই ঘণ্টার পরিবেশনায় অংশ নেবেন। গত শনিবার থেকে ‘বনি এম লাইভ ইন ঢাকা’ কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে। এরও আগে প্রি-টিকেট বুকিং শুরু হয়। ক্রেইন্সের অফিসিয়াল ফেসবুক পেইজে গিয়ে এই বুকিং দেয়া যাচ্ছে। টিকেটের দাম রাখা হয়েছে যথাক্রমে ১২ হাজার, ৪ হাজার ৮০০, ৩ হাজার ৫০০ এবং ২ হাজার টাকা। এর আগে ২০০১ সালে দলটি এলেও সঙ্গে ছিলেন না প্রধান ভোকাল ও দলনেতা লিজ মিচেল। এ প্রতিষ্ঠানটির আয়োজনে গেল বছরের ১৬ মে সঙ্গীতশিল্পী রিচার্ড মার্কের কনসার্ট হয়েছিল। বিশ্বব্যাপী বনি এমের এ্যালবাম বিক্রি সংখ্যা ৮ কোটিরও বেশি। দলটির আলোচিত গানের মধ্যে রয়েছে ড্যাডি কুল, মা বেকার, রাসপুটিন, ম্যারিস বয় চাইল্ড-ওহ মাই লর্ড, রিভার্স অব ব্যাবিলন প্রমুখ।
×