ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুত উৎপাদনে নতুন রেকর্ড- ১১ হাজার ২১০ মেগাওয়াট

প্রকাশিত: ০৮:৩৭, ১২ জুলাই ২০১৮

বিদ্যুত উৎপাদনে নতুন রেকর্ড- ১১ হাজার ২১০ মেগাওয়াট

স্টাফ রিপোর্টার ॥ অস্বস্তিকর গরমে বিদ্যুতের চাহিদা যখন বেশি সে সময় উৎপাদনেও নতুন রেকর্ড হল। বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, বুধবার রাতে দেশে বিদ্যুতের উৎপাদন বেড়ে ১১ হাজার ২১০ মেগাওয়াটে পৌঁছে, যা এ যাবতকালের সর্বোচ্চ উৎপাদন। চারদিন আগে গত শনিবার রাতে দেশে ১১ হাজার ৫৯ মেগাওয়াট বিদ্যুত চাহিদার সমপরিমাণ ১১ হাজার ৫৯ মেগাওয়াট উৎপাদন করা সম্ভব হয়েছিল, যা ছিল সর্বোচ্চ উৎপাদন। পিডিবির জনসংযোগ শাখার পরিচালক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পিডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকার আশপাশে নতুন কয়েকটি বিদ্যুত কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। চাহিদার আলোকে এসব বিদ্যুত কেন্দ্র সক্রিয় হয়ে উঠায় উৎপাদনও বেড়েছে। এর আগে চলতি বছরের মে মাসের শেষ দিকেও বিদ্যুতের উৎপাদন ১০ হাজার আটশ মেগাওয়াটের ঘর স্পর্শ করে তৎকালীন চাহিদার পূর্ণ জোগান দেয়া হয়েছিল। ওই মাসে নতুন কয়েকটি বিদ্যুত কেন্দ্রে উৎপাদনে যায় এবং আরও কয়েকটি শুরুর প্রক্রিয়ায় থাকায় অচিরেই সর্বোচ্চ উৎপাদন ১১ হাজার মেগাওয়াট অতিক্রম করবে বলে আভাস দিয়েছিল পিডিবি। সেই ধারাবাহিকতায় এই উৎপাদনে রেকর্ড গড়েছে বলেও জানা গেছে।
×