ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশাল নগরীর সমস্যা ও সমাধান শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ২২:৫৭, ১২ জুলাই ২০১৮

বরিশাল নগরীর সমস্যা ও সমাধান শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর সমস্যা ও সমাধান শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল অঞ্চলের এলামনাই ফেলো এ্যসোসিয়েশনের আয়োজনে কর্মশালায় উঠে এসেছে নগরীর বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধান। যা প্রধান দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থীদের কাছে তুলে ধরা হবে। নগরীর বিডিএস মিলনায়তনের সভা কক্ষে আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের নাগরিক ও যুব প্রতিনিধি এবং প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার দিপু হাফিজুর রহমানের সঞ্চালনায় প্যানেল বক্তা হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন প্রফেসর ইমানুল হাকিম, প্রফেসর শাহ্ সাজেদা, আওয়ামী লীগ নেতা মিলন ভূঁইয়া, বিএনপি নেতা এ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব প্রমুখ। কর্মশালায় নগরীর জলাবদ্ধতা, বর্জ্য নিস্কাশন অব্যবস্থাপনা, বাজার মনিটরিং এর অভাব, বিশুদ্ধ পানি সরবরাহের অভাব, অপরিকল্পিত নগরায়ন, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সমস্যা ও একইসাথে সম্ভাব্য সমাধানের বিষয় উঠে আসে।
×