ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে কটকস্থল গ্রামের একমাত্র ব্রীজ চলাচলে অনুপযোগী

প্রকাশিত: ২২:৫৮, ১২ জুলাই ২০১৮

বরিশালে কটকস্থল গ্রামের একমাত্র ব্রীজ চলাচলে অনুপযোগী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার সর্বত্র উন্নয়নের জোয়ারে ভাসলেও স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অবহেলায় দীর্ঘ একযুগ ধরে সকল প্রকার উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে মুক্তিযোদ্ধার গ্রাম হিসেবে পরিচিত গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রাম। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় ওই এলাকায় কখনও প্রশাসনের লোকজন যাতায়াত না করায় বর্তমানে চিহ্নিত মাদক বিক্রেতারা নিরাপদ স্থান হিসেবে কটকস্থল গ্রামকে বেঁছে নিয়েছে। ফলে গ্রামের তরুন ও যুবকদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন হয়ে পরেছেন তাদের অভিভাবকরা। সরেজমিনে দেখা গেছে, গ্রামের বাসিন্দাদের যাতায়াতের চারঘাটাস্থানের একমাত্র ব্রীজটি সংস্কারের অভাবে দীর্ঘদিন থেকে চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে। এছাড়া একমাত্র কাঁচা রাস্তাটি বর্ষা মৌসুমে কাঁদায় একাকার হয়ে বেহাল অবস্থায় রয়েছে। গ্রামের কোমলমতি শিশু-কিশোররা বর্ষা মৌসুমে যাতায়াতের দুর্ভোগে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। ফলে থমকে গেছে ওই এলাকার জনজীবন। জানা গেছে, স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়োবৃদ্ধসহ সর্বসাধারণ ঝুঁকিপূর্ণ ওই ব্রীজ দিয়ে পারাপার হতে গিয়ে প্রায়ই ছোট-বড় দূর্ঘটনার শিকার হচ্ছেন। কৃষকরা তাদের উৎপাদিত পন্য যানবাহনের মাধ্যমে হাট-বাজারে সরবরাহ করতে না পারায় লোকসানের সম্মূখীন হচ্ছেন। এছাড়া গ্রামের কেউ অসুস্থ্য হয়ে পরলে জরুরিভাবে তাকে হাসপাতালে নেয়া সম্ভব হচ্ছেনা। ওই এলাকার জনগুরুতপূর্ণ রাস্তা ও একমাত্র ব্রীজের বেহাল দশার কারণে এক যুগেরও অধিক সময় ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন কটকস্থল গ্রামের বাসিন্দারা।
×