ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে অস্ত্রসহ শিবির নেতা গ্রেফতার

প্রকাশিত: ০১:০৯, ১২ জুলাই ২০১৮

সীতাকুণ্ডে অস্ত্রসহ শিবির নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে কুতুব উদ্দিন শিবলী (৩২) নামে ছাত্র শিবিরের এক নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যানঘাটা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ এলাকার কামাল উদ্দিনের পুত্র ও চট্টগ্রাম উত্তরজেলা ছাত্র শিবিরের আহব্বায়ক। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইফতেখার হাসান জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুতুব উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ১৩টি মামলাসহ চট্টগ্রাম জেলায় অর্ধশতাধিক মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং দ্রুত বিচার আইনে করা একটি মামলায় সে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতারকৃত এ দূর্ধর্ষ শিবির ক্যাডারকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
×