ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাতীয় বিদ্যুত ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে বিষয় ভিত্তিক প্রতিযোগীতা

প্রকাশিত: ০১:১০, ১২ জুলাই ২০১৮

জাতীয় বিদ্যুত ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে বিষয় ভিত্তিক প্রতিযোগীতা

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জাতীয় বিদ্যুত ও জ্বালানি সপ্তাহ ২০১৮ উপলক্ষে বিদ্যুত বিভাগ, বিদ্যুত জ্বালানি, ওখনিজ সম্পদ মস্তনালয় কর্তৃক আয়োজিত স্কুল/কলেজের নবম ও দশম শ্রেনীর ছাত্র/ছাত্রীদের উপজেলা পর্যায়ে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের অংশগ্রহনে জেলা ভিত্তিক বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার জেলা শিল্পকলা অডিটরিয়ামে ‘নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সংরক্ষণ’ বক্তৃার বিষয়বস্তু নির্ধারন করে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। নর্দান ইলেকট্রিক্স সাপ্লাই কোম্পানি লিঃ এর বিক্রয় ও বিতরন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই বক্তৃতা প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন মোঃ ফরিদুল হাসান নির্বাহী প্রকৌশলী বিবিবি, নেসকো লিঃ জয়পুরহাট। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ ত ম আব্দুল্লাহেল বাকী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জয়পুরহাট। জেলার ৫টি উপজেলায় ১০জন প্রতিযোগী এ প্রতিযোগীতায় অংশগ্রহন করে। প্রতিযোগীতায় বিচারক হিসাবে ছিলেন শাহরিয়ার হক সহঃ কমিশনার জেলাপ্রশাসন জয়পুরহাট, মোঃ আব্দুল জলিল সহঃ অধ্যাপক (পদার্থ বিজ্ঞান) সরকারী কলেজ জয়পুরহাট, লায়লা আর্জুমান্দ বানু সহকারী শিক্ষক রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয়, মোঃ মাহমুদুর রহমান সহঃ প্রকৌশলী বিবিবি,নেসকো, জয়পুরহাট। সঞ্চালক মোঃ আলমগীর হোসেন উপ-সহকারী প্রকৌশলী নেসকো জয়পুরহাট। রাজশাহী বিভাগীয় পর্যায়ে অংশগ্রহনের জন্য বিজয়ী হিসাবে শারাবান তহুরা জিমি, দ্বাদশ শ্রেণি পাচবিবি মহিলা কলেজ ও মজিদা খাতুন অর্পা, নবম শ্রেণি ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ নির্বাচিত হন।
×