ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে খালেদাকে মুক্ত করা হবে : আমান

প্রকাশিত: ০১:২২, ১২ জুলাই ২০১৮

বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে খালেদাকে মুক্ত করা হবে : আমান

স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে কারাবন্দী খালেদা জিয়াকে মুক্তির দাবি দাবি জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা আমানউল্লাহ আমান বলেছেন তা না হলে বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘তারেক জিয়া সাইবার ফোর্স’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনের স্বপ্ন দেখেন সেই নির্বাচন দেশে আর হবে না, হতে দেওয়া হবে না। নির্বাচন হতে হলে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি ফাতেমা খানমের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, রফিক শিকদার, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
×