ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:৫৩, ১৩ জুলাই ২০১৮

নতুন গবেষণা

স্মার্ট ব্যান্ডেজ ধুলাবালি ঠেকানোর পাশাপাশি ক্ষতস্থানের উন্নতি বা অবনতি বুঝতে পারে প্রসেসরযুক্ত স্মার্ট ব্যান্ডেজ। বিভিন্ন সেন্সরের সমন্বয়ে তৈরি ব্যান্ডেজটি ক্ষতস্থানে সংক্রমণ শনাক্ত করতে পারে। শুধু তা-ই নয়, রোগ সারাতে কতটুকু ওষুধ দেয়া উচিত তা-ও জানিয়ে থাকে। ব্যান্ডেজটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত টাফটস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বৈজ্ঞানিক ইয়োগা প্যান্ট ঘরে বসেই সঠিক পদ্ধতিতে যোগ ব্যায়ামের বিভিন্ন আসন বা পদ্ধতি শেখাবে স্মার্ট ইয়োগা বা বৈজ্ঞানিক ইয়োগা প্যান্ট। আইফোনে আসন নির্দিষ্ট করলেই ব্যায়ামের সময় ব্যবহারকারীদের অঙ্গপ্রত্যঙ্গের নড়াচড়া পর্যবেক্ষণ করতে থাকে আইওএস অ্যাপ নিয়ন্ত্রিত প্যান্টটি। সঠিক পদ্ধতিতে ওঠানামা না করলে নির্দিষ্ট পেশিতে হালকা কম্পনের সাহায্যে সতর্ক করে। ওয়্যারাবল এক্স প্রতিষ্ঠানের তৈরি প্যান্টটির দাম পড়বে ৩৭০ ডলার। সূত্র : সায়েন্স ডেইলি স্ট্যান্ট রোবট সিনেমায় ঝুঁকিপূর্ণ দৃশ্যের শূটিংয়ে নিরাপত্তার খাতিরে স্ট্যান্ট ব্যবহার করেন প্রায় সব নায়ক-নায়িকা। অনেক সময় স্ট্যান্টদের জীবনও বিপন্ন হয়। সমস্যা সমাধানে এবার রোবট স্ট্যান্ট ব্যবহারের উদ্যোগ নিয়েছে ওয়াল্ট ডিজনি স্টুডিও। মানুষের আদলে তৈরি রোবটটি দড়ির সাহায্যে লাফ দেয়ার পাশাপাশি ডিগবাজিও খেতে পারে। সূত্র : ডেইলি মেইল
×