ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে চার নারীসহ পাঁচ জনের অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: ০৮:১০, ১৩ জুলাই ২০১৮

রাজধানীতে চার নারীসহ পাঁচ জনের অস্বাভাবিক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে চার নারীসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার সকালে মুগদার দক্ষিণ মাণ্ডায় মৌসুমী আক্তার মিতু (২০) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার বেডরুমের জানালার গ্রিল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। বুধবার মধ্যরাতে দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় পারিবারিক কলহের জেরে নদী (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঢামেক হাসপাতালের পুলিশ জানায়, রাত দুটোর দিকে দক্ষিণখান ফায়দাবাদ থেকে নদী নামে এক গৃহবধূকে অচেতন অবস্থায় নিয়ে আসে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে তার স্বামী শাওন মিয়া। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুরানো ঢাকার জুরাইন রেলগেট এলাকায় নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক নারী গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বৃহস্পতিবার দুপুরে পুরানো ঢাকার হাজারীবাগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রুবি সিদ্দিকী (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রুবি হাজারীবাগ বড় মসজিদের পাশে একটি টিনশেড বাড়িতে স্বামী আমিনুল হক সিদ্দিকীসহ দুই সন্তান নিয়ে থাকতেন। এ ছাড়া বুধবার মধ্যরাতে উত্তর মেরুল বাড্ডার একটি বাসায় ফ্যান মেরামতের সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইমাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
×