ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনার তিন খুন মামলার রায় ঘোষণা করতে বিব্রত হাইকোর্ট

প্রকাশিত: ০৮:১০, ১৩ জুলাই ২০১৮

খুলনার তিন খুন মামলার রায় ঘোষণা করতে বিব্রত হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মঞ্জুরুল ইমামসহ তিন জনের হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় রায় ঘোষণার দিনে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ বিব্রতবোধ করে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন বলে জানান ডেপুটি এ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। বশির আহমেদ জানান, কয়েকদিন ধরে এ শুনানি হয়েছে। বৃহস্পতিবার ছিল রায়ের জন্য। এর মধ্যে আদালত বিব্রতবোধ করে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেয়ার আদেশ দেন। এখন নিয়ম অনুসারে এটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি এ মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করবেন। ২০০৩ সালের ২৫ আগস্ট খুলনা মহানগরের শামসুর রহমান রোডের নিজ বাসভবন থেকে রিক্সাযোগে আদালতে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় মঞ্জুরুল ইমাম নিহত হন। এতে মঞ্জুরুল ইমামের সহযাত্রী আইনজীবী বিজন বিহারী ম-ল ও রিক্সাচালক সাইদুল ইসলাম আকন্দ নিহত হন। এ ঘটনার পর মঞ্জুরুল ইমামের ছেলে আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে খুলনা থানায় হত্যা ও বিস্ফারক আইনে পৃথক দুটি মামলা করেন।
×