ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বর্ষার ফুলে ভরে গেছে নগর প্রকৃতি

প্রকাশিত: ০৪:৪৬, ১৪ জুলাই ২০১৮

বর্ষার ফুলে ভরে গেছে নগর প্রকৃতি

স্টাফ রিপোর্টার ॥ যে ঠাসবুনটের শহরে ভোগান্তি আর বিরক্তির নিত্য বসবাস সেই শহরটা কখনও আবার সেজে ওঠে অন্য রূপে। ইটপাথরের খাঁজেও যেন ফুটে ওঠে, ঋতু পরিবর্তনের রেখা। অবিরাম বর্ষণের এই সময়ে তাই বর্ষার ফুলে ভরে গেছে নগর প্রকৃতি। কলাবতী, দোলনচঁাপা, উলটচন্ডাল কিংবা মাধবীলতা। ছুটে চলা যান্ত্রিক জীবনে মেখে দিয়েছে রংয়ের আবেশ। পরিশ্রান্ত নাগরিক জীবনে দোলা দেয় বর্ষার ফুল। আষাঢ়ের পানিতে ধুয়ে মুছে স্নিগ্ধ নগর প্রকৃতি। অপার সৌন্দর্যে তুলে ধরে বাংলার ঋতু বৈচিত্র্যের পরিচয়। আকাশচুম্বি দালানের চার দেয়ালে জড়ো হয় কত রঙ্গিন আকাক্সক্ষা। তাই বুঝি, অভিমানী নীল অপরাজিতার কণ্ঠে বন্ধ জানালা খোলার ডাক। বাঙালীর মানসলোকে বর্ষার যে ভীষণ প্রভাব, তার অন্যতম উপাদান বর্ষার ফুল। মেগাসিটিতে কেয়া-কদমের বিস্তৃত এভিনিউ না থাকলেও অল্প পরিসরে আষাঢ়-শ্রাবণের যে ফুলেল অনুষঙ্গ মেলে তাও কম কীসে! পথের ধারে বাগান বিলাস আর এলোমেলো মাধবীলতার হাতছানি দারুণ উপভোগ করছেন নগরবাসী। শহুরে জীবন থেকে ফুল-ফলের বাহার যখন রোজ একটু করে হায়িয়ে যায়, তখন কোথাও-কোথাও দেখা যায় আগলে রাখার আয়োজন। এই যেমন চারুকলা ইনস্টিটিউট চত্বরে যত্ন করে লাগানো হয়েছে দোলনচাপাসহ বর্ষার নানা ফুল। বর্ষাকালে ঢাকায় শাপলা, পদ্ম, ঝিঙেফুল, কলমী, কচুফুল, হেলেঞ্চা তেমন দেখা না গেলেও আছে স্বর্ণচাপা ও উলটচন্ডাল। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বর যেন ফুলের ডালা সাজিয়ে বসেছে। এই বাদলা দিনে বর্ষার ফুলের দাপট থাকলেও কৃষ্ণচূড়া আর জারুল- সোনালুরা এখনও রং ছড়িয়ে চলেছে। সব মিলেমিশে অগোছালো এই শহরটাতে নিস্বার্থভাবে বুলিয়ে দিচ্ছে প্রশান্তির পরশ।
×