ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিত্তিপ্রস্তর স্থাপন আর প্রতিশ্রুতির মধ্যেই থেমে আছে বগুড়ার উন্নয়ন

প্রকাশিত: ০৪:৪৯, ১৪ জুলাই ২০১৮

 ভিত্তিপ্রস্তর স্থাপন আর প্রতিশ্রুতির মধ্যেই থেমে আছে  বগুড়ার উন্নয়ন

স্টাফ রিপোর্টার ॥ ভিত্তিপ্রস্তর স্থাপন আর প্রতিশ্রুতির মধ্যেই থেমে আছে বগুড়ার উন্নয়ন। বিভিন্ন সময়ে প্রকল্পের পরিকল্পনা করা হলেও তা আর বাস্তবে রূপ পায়নি। শিল্প থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা উন্নয়নমূলক প্রকল্প মুখ থুবড়ে পড়ে আছে বছরের পর বছর। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। বিভিন্ন সময়ে নানামুখী উন্নয়ন প্রকল্প নেয়া হয় বগুড়ায়। কিন্তু তার অনেকই আলোর মুখ দেখেনি। ১৯৮০ সালে সাড়ে পনেরো একর জায়গা অধিগ্রহণ করা হয় ভারি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য। কিন্তু ৩৮ বছরেও এর কাজ শুরু হয়নি। ফুলদিঘীতে সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের দাবির মুখে ১৯৯৫ সালে আঞ্চলিক টেলিভিশন কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়া হলেও তাও থেমে আছে। বগুড়ায় ২০০১ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য আইস করা হয়েছিল। কিন্তু সেটি এখনও কাগজে-কলমে। রাস্তা সম্প্রসারণ, বহুতল বিপণিবিতানসহ নানা কর্মকান্ড আলোর মুখ দেখেনি। ফলে এ নিয়ে হতাশ বগুড়ার মানুষ। জেলা প্রশাসক বলছেন, থেমে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আবারও যোগাযোগ করা হবে। শুধু ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা আশ্বাস নয়, উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন দেখতে চায় বগুড়ার জনগণ।
×