ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেও স্যালাইন সঙ্কট

প্রকাশিত: ০৪:৫০, ১৪ জুলাই ২০১৮

 রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেও  স্যালাইন সঙ্কট

স্টাফ রিপোর্টার ॥ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেও একই অবস্থা। সরকারী ওষুধ পর্যাপ্ত থাকলেও নেই স্যালাইন। এ অবস্থায় বাইরে থেকে স্যালাইন কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন রোগীরা। এ দিকে, হাসপাতালের পরিচালকও স্বীকার করলেন, গত কয়েক মাস ধরেই রোগীদের সরকারী স্যালাইন সরবরাহ করতে পারছেন না তারা। এ অবস্থায় উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুরাহা মেলেনি। প্রতিদিন গড়ে দুই হাজার রোগী আসে এই হাসপাতালে। অন্যান্য ওষুধের পাশাপাশি প্রতিদিন ১৭০০ থেকে ১৮০০ স্যালাইনের সরবরাহ ছিল হাসপাতাল থেকে। কিন্তু গত ছয় মাস থেকে কোন স্যালাইনের সরবরাহ নেই। বিভিন্ন ধরনের স্যালাইন না পাওয়ায় বাইরে থেকে অধিক দামে সংগ্রহ করতে হচ্ছে রোগীদের। এতে কিনতে গিয়ে বেকায়দায় পড়ছেন দরিদ্র রোগীরা। রোগীর স্বজনরা জানায়, হাসপাতালে আসার পর থেকে কোন স্যালাইন পায়নি। নিজের অর্থে কিনেছি। এ ছাড়াও অনেক রোগীর স্বজনরা জানিয়েছে, কেউ কেউ স্যালাইন ক্রয় করার সামর্থ্য রাখে। আবার কেউ ক্রয় করার সামর্থ্য রাখে না। সবাইকে বাধ্য হয়ে বাইরে থেকে কিনতে হয়। কর্তৃপক্ষ বলছেন, স্যালাইন সঙ্কটের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তবে, সাড়া মেলেনি। রংপুর মেডিক্যাল হাসপাতালের পরিচালক ডাঃ অজয় কুমার রায় বলেন, হাসপাতালে ওষুধের যে সরবরাহ, সেটা ঠিক রয়েছে। কিন্তু গত কয়েক মাস ধরে সরকারী যে স্যালাইন সেটা সরবরাহ অপ্রতুল। যার কারণে রোগীদের সরবরাহ অনুযায়ী দিতে পারছি না। এ দিকে হাসপাতালের পরিচালক জানিয়েছেন মন্ত্রণালয়ের অনুমতি পেলে স্থানীয়ভাবে এই সব স্যালাইন সরবরাহ করা সম্ভব।
×