ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেইমারকে কেনার পরিকল্পনা নেই রিয়ালের

প্রকাশিত: ১৮:৪৫, ১৪ জুলাই ২০১৮

নেইমারকে কেনার পরিকল্পনা নেই রিয়ালের

অনলাইন ডেস্ক ॥ বর্তমান সময়ে ট্রান্সফার মার্কেটের সবচেয়ে বড় খবর নেইমারের রিয়ালে যাওয়ার গুঞ্জন। দিনে দিনে সেই গুঞ্জন ডালপালা মেলেই যাচ্ছিল। কিন্তু সেই দিন বুঝি শেষ হতে চলেছে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, পিএসজি থেকে নেইমারকে দলে ভেড়ানোর কোন পরিকল্পনা নেই তাদের। গেল বছর আগস্টে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। যে ট্রান্সফারের মধ্য দিয়ে তিনি বনে যান বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারে। ২২২ মিলিয়ন ইউরোয় প্যারিসের ক্লাবে যোগ দেন তিনি। তারপর থেকেই জোর গুঞ্জন ওঠে, নেইমারকে দলে নিতে নাকি উঠেপড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ। ভেতরে ভেতরে কথাবার্তাও নাকি অনেক দূর এগিয়ে গেছে। এতদিন এ বিষয়ে নীরবই ছিল মাদ্রিদের ক্লাবটি। নেইমারের পক্ষ থেকেও অবশ্য স্পষ্ট কিছু বলা হয়নি। কিন্তু ক্রীড়া দৈনিকগুলো থেমে থাকবে কেন। প্রায় প্রতিদিনই নেইমারের ট্রান্সফারের বিষয়টি নিয়ে নানা রঙে পরিবেশন করত সংবাদ। গেল সপ্তাহেই ক্লাবটির সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে যুভেন্তাসে যোগ দিয়েছেন। তারপর থেকে নেইমারের বিষয়টি আরো বেশি আলোচিত হচ্ছিল। কিন্তু বিষয়টি নিয়ে মুখ খুলেছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার রিয়াল তাদের ওয়েব সাইটে নেইমারের ট্রান্সফার গুজব নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়। সেখানে তারা বলেছে, ‘আমাদের ক্লাবকে জড়িয়ে নেইমারকে নিয়ে নিয়মিত সংবাদের প্রেক্ষিতে রিয়াল মাদ্রিদ পরিষ্কার করে বলতে চায় যে, তাকে দলে নেওয়ার বিষয়ে আমাদের কোন পরিকল্পনা নেই।’ পাশাপাশি প্যারিসের ক্লাবটির সাথে নিজেদের সুসম্পর্কের কথা উল্লেখ করে বিবৃতিতে রিয়াল আরও বলেছে, ‘দুই ক্লাবের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। এবং যদি পিএসজির কোন খেলোয়াড়কে নেওয়ার ইচ্ছা আমাদের থাকে তবে প্রথমে আমরা ক্লাবকে প্রস্তাব দেব।’ তবে এবারই প্রথম নয়, চলতি মাসের শুরুতেও (২ জুলাই) নেইমারকে দলে নেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছিল রিয়াল। সেবার রটেছিল, রিয়াল ৩১০ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে ভেড়াচ্ছে।
×