ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়া বিশ্বকাপ ডোপমুক্ত: ফিফা

প্রকাশিত: ১৯:২১, ১৪ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপ ডোপমুক্ত: ফিফা

অনলাইন ডেস্ক ॥ ফিফার মতে, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে ডোপ পরীক্ষা করা হয়েছে এবার। আর তারই জের ধরে ফুটবলের এই সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে, রাশিয়া বিশ্বকাপের ডোপ টেস্টে নিষিদ্ধঘোষিত দ্রব্যের ব্যবহারের কোনো নমুনা পাওয়া যায়নি। এক বিবৃতিতে ফিফা দাবি করেছে, বিশ্বকাপের আগে ও চলাকালীন সময়ে সব ধরনের ডোপ টেস্টে এর ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে, ডোপ পরীক্ষা নিয়ে এবার প্রথম থেকেই কড়াকড়ি করেছে ফিফা। বিশ্বকাপে অংশ নেওয়া প্রতি খেলোয়াড়কেই আসর মাঠে গড়ানোর আগে ডোপ টেস্টের ভেতর দিয়ে যেতে হয়েছে। এছাড়া ম্যাচ শেষে ও ম্যাচবিহীন দিনগুলোতেও অঘোষিত পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিফার ভাষ্যমতে, সেমিফাইনালে অংশ নেওয়া চারটি দলের সব খেলোয়াড়কেই গত জানুয়ারি থেকে গড়ে ৪.৪১ বার করে ডোপ টেস্টের মুখোমুখি হতে হয়েছে। কারও কারও ক্ষেত্রে তা ৮ বার পর্যন্ত হয়েছে। খেলোয়াড়দের কাছ থেকে গৃহীত নমুনা পরে ডব্লিউএডিএ’র (ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি) ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখা হয়।
×