ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নার্ভ এজেন্টের উৎস খুঁজে পেয়েছে ব্রিটিশ পুলিশ

প্রকাশিত: ২০:১৫, ১৪ জুলাই ২০১৮

নার্ভ এজেন্টের উৎস খুঁজে পেয়েছে ব্রিটিশ পুলিশ

অনলাইন ডেস্ক ॥ ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে গত সপ্তাহে এক নারী যে নার্ভ এজেন্টের শিকার হয়ে নিহত হয়েছেন তার উৎস খুঁজে পেয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ পুলিশ। নার্ভ এজেন্টের শিকারের ওই ঘটনায় নিহতের স্বামী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি ডন স্টারগাস নামের ৪৪ বছর বয়সি ওই নারী মারা যান। মারা যাওয়ার এক সপ্তাহ আগে স্যালিসবারি শহরের কাছাকাছি একটি স্থানে নোভিচক নামের ওই নার্ভ এজেন্টের শিকার হন স্টারগাস। তার ৪৫ বছর বয়সি স্বামী চার্লি রওলি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই স্যালিসবারি শহরেই গত মার্চে নার্ভ এজেন্টের শিকার হয়েছিলেন প্রথমে রাশিয়া ও পরে যুক্তরাজ্যের গোয়েন্দা সের্গেই স্ক্রিপল ও তার কন্যা ইউলিয়া স্ক্রিপল। যুক্তরাজ্য স্ক্রিপলদের ঘটনার পেছনে জড়িত থাকার দোষ রাশিয়ার ওপর চাপাচ্ছে, যা অস্বীকার করেছে রাশিয়া। এ নিয়ে দু্ই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে। ব্রিটিশ পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘গত বুধবার আমেসবারিতে চার্লি রওলির বাড়ি তল্লাশি করে একটি ছোট বোতল উদ্ধার করা হয়েছে। বিজ্ঞানীরা আমাদেরকে নিশ্চিত করেছেন যে, ওই বোতলে যে উপাদান পাওয়া গেছে তা নোভিচক।’ বিবৃতিতে জানানো হয়, স্ক্রিপলদের যে নার্ভ এজেন্ট দিয়ে হামলা করা হয়েছিল আমেসবারিতে বোতলে পাওয়া নার্ভ এজেন্ট একই কি না, সে বিষয়ে অধিকতর পরীক্ষা চলছে। তা ছাড়া, ওই বোতলটি কোথা থেকে চার্লি রওলিদের বাসায় এলো সেটিও অনুসন্ধান করা হচ্ছে। ব্রিটিশ পুলিশের সহকারী কমিশনার নেইল বসু বলেন, ‘এটি স্পষ্টতই তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক উন্নতি। আমরা গ্যারান্টি দিতে পারছি না যে, এই ধরনের উপাদান আর অন্য কোথাও নেই।’ তথ্য : আল জাজিরা
×