ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাকিতিচ-এমবাপেকে নেইমারের পক্ষ থেকে শুভকামনা

প্রকাশিত: ২১:৪৪, ১৪ জুলাই ২০১৮

রাকিতিচ-এমবাপেকে নেইমারের পক্ষ থেকে শুভকামনা

অনলাইন ডেস্ক ॥ একজন বর্তমান সতীর্থ, অন্যজন সাবেক- কাইলিয়ান এমবাপে ও ইভান রাকিতিচের সঙ্গে নেইমারের বন্ধুত্ব দারুণ। ফ্রান্স-ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছেন নেইমারের এই দুই ‘বন্ধু’। রবিবারের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দুজনকে শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্যারিস সেন্ত জার্মেইয়ে এমবাপের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন নেইমার। আর প্যারিসে আসার আগে বার্সেলোনার জার্সিতে রাকিতিচের পাশে খেলেছেন তিনি। সাবেক ও বর্তমান দুই সতীর্থের ফাইনাল লড়াইয়ের আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুভকামনার বার্তা পাঠিয়েছেন নেইমার। যেখানে তিনি ‘তোমরা ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গেছো’ লিখে সাহস জুগিয়েছেন এমবাপে ও রাকিতিচকে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে নেইমারের ব্রাজিল। এখন অবকাশ যাপনে থাকা এই ফরোয়ার্ড লিখেছেন, ‘আমার বন্ধু কাইলিয়ান (এমবাপে) ও ইভান (রাকিতিচ)। আমরা জানি তোমাদের এই জায়গায় আসতে কতটা কঠিন পথ পাড়ি দিতে হয়েছে, এখন সময়টাকে উপভোগ ও মজা করে সঠিক মূল্যটা নাও।’ পরের অংশে লিখেছেন, ‘এই দুজনকে নিয়ে আমি ভীষণ খুশি। ওদের দেশ- ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ভক্তদের কাছ থেকে যে প্রতিক্রিয়া আসছে, সেটা দেখে খুব ভালো লাগছে।’ সতীর্থদের ফাইনাল মঞ্চ দেখে আফসোসও আছে নেইমারের! সেটা কেমন? শুনুন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের কাছ থেকেই, ‘আমি এটা অস্বীকার করতে পারব না, আমিও তোমাদের মতো (ফাইনালের) মাঠে থাকতে চেয়েছিলাম, তবে এবার হয়নি। কাতারে আমাদের দেখা হবে...।’ ফাইনালের আগেই নেইমারের চোখে ‘চ্যাম্পিয়ন’ রাকিতিচ ও এমবাপে, “এখানে (বিশ্বকাপ ফাইনালে) আমি চিৎকার করব আমার ‘গোল্ডেন বয়’ ও আমার বার্সেলোনা সঙ্গীর জন্য। আশা করছি রবিবার তোমরা অনেক মজা করবে, সঙ্গে ভুলে গেছে চলবে না এটা একটি প্রতিযোগিতা। তবে ফল যাই হোক তোমরাই চ্যাম্পিয়ন।” সঙ্গে যোগ করেছেন, ‘বন্ধু হিসেবে আমি তোমাদের নিয়ে গর্বিত, বিশ্ব ফুটবলও গর্বিত এমন একটি বিশাল সমাপ্তির জন্য। শুভকামনা!!’
×