ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উপযুক্ত সময়ে কর্মসূচি দেওয়া হবে ॥ মওদুদ

প্রকাশিত: ২২:১৭, ১৪ জুলাই ২০১৮

উপযুক্ত সময়ে কর্মসূচি দেওয়া হবে ॥ মওদুদ

অনলাইন রিপোর্টার ॥ সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনের প্রস্তুতি নিতে দলের কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, ‘উপযুক্ত সময়ে’ সেই কর্মসূচি দেওয়া হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। মওদুদ বলেন, “একটি ফ্যাসিবাদী সরকারকে নিয়মতান্ত্রিক পথে উৎখাত করা সম্ভবপর হবে না। পৃথিবীর কোথাও হয়নি, এদেশেও হবে না। “আপনারা মাঠে নামার জন্য প্রস্তুত হোন। যদি আপনারা গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, যদি আপনারা দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে চান, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনতে চান, তাহলে মাঠে নামতে হবে।” দশম সংসদ নির্বাচনের পর আন্দোলন চালিয়েও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে ব্যর্থ বিএনপি এবার দলীয় চেয়ারপারসনকে বন্দি করার পরও জোরাল কর্মসূচির দিকে যায়নি। মওদুদ বলেন, “আপনারা সমালোচনা করেন, কেন কর্মসূচি দিচ্ছি না। কর্মসূচি দেওয়ার একটা সময়ের প্রয়োজন। উপযুক্ত সময়ে সেটা দেওয়া হবে।” কোটা সংস্কারের আন্দোলনকারীদের উপর নিপীড়নের প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা বলেন, “কী রকম একটি অসহনশীল সরকার! এই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দল সম্পর্কিত নয়। “আমি বলতে চাই, গ্রেফতার বন্ধ করুন, যাদেরকে গ্রেফতার করেছেন, তাদেরকে মুক্তি দিন এবং এই শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধ করুন। যদি না করেন, তাহলে তাদের যে আন্দোলন দেখেছেন, তার চাইতে বহু গুণ বেশি আন্দোলন এই শিক্ষার্থীরা করবে। “দেশের জনগণ তাদের থেকে বিচ্ছিন্ন থাকবে না, তারা তাদের সঙ্গে হাত মিলাবে, তাদের সঙ্গে এক সঙ্গে হবে, একই সাথে আন্দোলন করে তাদের দাবি আদায় করবে।” কোটা সংস্কার না করার জন্য হাইকোর্টের রায় দেখানোকে ‘সরকারের অজুহাত’ বলে মন্তব্য করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ। “হাইকোর্টের রায় অজুহাত ছাড়া আর কিছুই না। দেশের মানুষ এত বোকা নয়। এই রায় যদি দিয়েও থাকে, তাহলে সরকার পক্ষের অবিলম্বে উচিৎ হবে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য ব্যবস্থা নেওয়া। সেই রায়টাকে সংশোধন করে নেওয়া।” খালেদা জিয়ার কারামুক্ত না হওয়ার জন্য সরকারকে দায়ী করেন ব্যারিস্টার মওদুদ। “কী রকম কৌশল, কী রকমের হীনমন্যতা, কী রকমের বিচার বিভাগের ওপর রাজনৈতিক প্রভাব এখন বিরাজ করছে, এটা দেশের মানুষের বোঝার আর অপেক্ষা রাখে না।” খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে আবারও জানান তিনি। জিয়া আদর্শ একাডেমির উদ্যোগে এই আলোচনা সভায় সংগঠনটির সভাপতি মো. আজম খান সভাপতিত্ব করেন। আলোচনা করেন বিএনপি নেতা শওকত মাহমুদ, হাবিবুর রহমান হাবিব, সেলিম ভুঁইয়া, কাদের গনি চৌধুরী, কাজী আবুল বাশার প্রমুখ।
×