ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশে ন্যূনতম গণতান্ত্রিক স্পেসও নেই : ফখরুল

প্রকাশিত: ০০:৩২, ১৪ জুলাই ২০১৮

দেশে ন্যূনতম গণতান্ত্রিক স্পেসও নেই : ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশে ন্যূনতম গণতান্ত্রিক স্পেসও নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা ১১টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রঙ্গনে জিয়া পরিষদের পূর্বঘোষিত ‘বুদ্ধিজীবী সমাবেশ’ পুলিশ করতে না দিলে তার প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। ফখরুল বলেন, দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কোন রাজনৈতিক সমাবেশ ছিল না, সেটিও সরকার করতে দেয়নি। আমি এর নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। তিনি বলেন, এটা খুবই পরিতাপের কথা, ক্ষোভের কথা, দুর্ভাগ্যের কথা যে, পুলিশ একটা ভয়ঙ্কর দুঃশাসনের পক্ষ হয়ে কাজ করছে, অত্যাচার-নির্যাতনের পথ বেঁছে নিয়েছে। সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই ‘বুদ্ধিজীবী সমাবেশ’ শুরু হওয়ার কথা ছিল। সেভাবেই সবকিছু আয়োজন করা হয়, ব্যানারও টানানো হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরাও ‘বুদ্ধিজীবী সমাবেশ’ এ অংশ নিতে অনুষ্ঠানস্থলে আসেন। পুলিশ সকাল সোয়া ১০টার দিকে অনুমতি নেই জানিয়ে অনুষ্ঠানটি করা যাবে না বলে আয়োজকদের জানায়। জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ সাংবাদিকদের বলেন, পুলিশ এসে বলল, আপনারা সমাবেশ করতে পারবেন না। সমাবেশ করার কোনো অনুমতি নেই। বাধ্য হয়ে আমরা অনুষ্ঠানটি বাতিল করেছি। বেলা পৌনে ১১টার দিকে সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে আসেন। গাড়ি থেকে নেমে তিনি এ ঘটনা শোনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
×