ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর তোপখানা রোডে বাস থেকে নামতে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ০৩:১৫, ১৪ জুলাই ২০১৮

রাজধানীর তোপখানা রোডে বাস থেকে নামতে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তোপখানা রোডে বাস থেকে নামতে গিয়ে আব্দুল মতিন (৬০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উত্তর বাড্ডায় এলাকায় সপরিবারের থাকতেন। সেখানে কাঠ ব্যবসার সঙ্গে জড়িত। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাহবাগ থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, শনিবার বিকেল ৫টার দিকে মতিন গুলিস্তানগামী বাসে করে যাওয়ার সময় তোপখানা রোডে ফারিস টাওয়ারের সামনে চলন্ত বাস থেকে নামতে গিয়ে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লাগে। এ সময় নাক-কান দিয়ে রক্ত বের হয়। স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে সেগুনবাগিচার বারডেম হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসআই আনোয়ার হোসেন জানান, এ সময় বাস ও চালককে আটক করা হয়েছে। নিহতের ভাই ছোট ভাই তারিকুল ইসলাম জানান, ফোনে খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার ভাইয়ের লাশ দেখতে পান। মৃত আব্দুল মতিনের ২ ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
×