ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশিত: ০২:২৭, ১৫ জুলাই ২০১৮

শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

অনলাইন রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (১ নম্বর টার্মিনাল) ইমিগ্রেশন অফিসের দোতলার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রবিবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তার কারণ জানা যায়নি। বিমানবন্দরে এপিবিএন'র দায়িত্বরত এক কর্মকর্তা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে ইমিগ্রেশনের পাশের কয়েকটি কক্ষে প্রচুর ধোঁয়া দেখা গেছে। মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে আগুনের লেলিহান শিখা দেখা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। এ ঘটনায় বিমানবন্দরে উপস্থিত যাত্রী ও লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে ইমিগ্রেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
×