ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজাধানীর গুলিস্তানে বাসের চাপায় এক নার্সের পায়ের পাতা বিচ্ছিন্ন

প্রকাশিত: ০২:৪৭, ১৫ জুলাই ২০১৮

রাজাধানীর গুলিস্তানে বাসের চাপায় এক নার্সের পায়ের পাতা বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার ॥ এবার রাজাধানীর গুলিস্তানে মালঞ্চ পরিবহনের একটি বাসের চাপায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঝুমুর আক্তার রাখি (৩২) নামে এক নার্সের পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সেবিকা। গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবু রাশেদ জানান, শনিবার রাতে গুলিস্তান মোড়ে পায়ে হেটে রাস্তা পার হচ্ছিলেন ঝুমুর আক্তার। এ সময় দয়াগঞ্জ থেকে মোহাম্মদপুর গামী মালঞ্চ পরিবহনের একটি বাসের চাকার নিচে পড়ে ঝুমুরের ডান পায়ের পাতা। পরে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি জানান, ঘাতক বাসটি চালকসহ আটক করা হয়েছে। এদিকে মেয়ের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আহতের মা তাছলিমা আক্তার। তিনি জানান, আমরা শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থাকি। ঝুমুর সিনিয়র স্টাফ নার্স হিসেবে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের ৪ তলায় কাজ করেন। তাছলিমা জানান, শনিবার বিকেলে ডিউটি শেষে সে বাসায় ফিরছিলো। গুলিস্তান মোড়ে রাস্তা পার হওয়ার সময় সে দুর্ঘটনার শিকার হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনায় নার্স ঝুমুরের ডান পায়ের পাতা পুরোপুরি থেতলে গেছে। তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। অপারেশন করে তার ডান পায়ের পাতা কেটে ফেলতে হবে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
×