ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাণিজ্য সংঘাতে তেমন পড়বে না চীনের ভোগ্যপণ্যের দামে

প্রকাশিত: ১৮:০৬, ১৬ জুলাই ২০১৮

বাণিজ্য সংঘাতে তেমন পড়বে না চীনের ভোগ্যপণ্যের দামে

অনলাই্ন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংঘাত চীনের ভোগ্যপণ্যের দামের ওপর খুব কমই প্রভাব ফেলবে। এছাড়া বছরের দ্বিতীয়ার্ধে দেশটির ভোক্তা খরচও স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। সোমবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর একজন মুখপাত্র এ কথা বলেন। ২০১৮ সালের ৬ জুলাই ৩৪ বিলিয়ন ডলারের চীনা পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ শুরু করে ট্রাম্প প্রশাসন। পাল্টা উত্তর দেওয়ার হুমকি আসে বেইজিং-এর তরফেও। চীনের অভিযোগ, ট্রাম্পের নেওয়া পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মাবলীর লঙ্ঘন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। যুক্তরাষ্ট্র চীনা পণ্যে আরোপিত শুল্ক কার্যকর করার পর চীনও তাৎক্ষণিকভাবে মার্কিন পণ্যের ওপর শুল্ক কার্যকর করেছে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লু কাঙ। পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র মাও সেংইয়ং বলেন, ‘চীনের অর্থনীতির ধীরস্থির ও বিকাশের ধারায় কোনও পরিবর্তন আসেনি’। সোমবার বছরের দ্বিতীয়ার্ধের জিডিপি’র তথ্য তুলে ধরা শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। ওই তথ্যে দেখা যায়, দেশটির জিডিপি প্রবৃদ্ধি এবার ৬ দশমিক ৭ শতাংশ হয়েছে। মাও সেংইয়ং বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংঘাত হলেও তার জন্য চীনের বাজারে ভোগ্যপণ্যের দাম খুব একটা বাড়বে না। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনার কথা জানান। শিগগিরই তা কার্যকর হবে বলেও জানান তিনি। আমদানি শুল্ক আরোপকে কেন্দ্র করে বিশ্বের দুই বৃহত্তর অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় এশিয়ার শেয়ার বাজারে পতন দেখা দেয়। ট্রাম্পের আক্রমণাত্মক বাণিজ্য নীতির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোকে নিয়ে জোট গঠনের জোর চেষ্টা চালাচ্ছে চীন। ১৬-১৭ জুলাই বেইজিংয়ে সিনো-ইউরোপীয় সম্মেলন সামনে রেখে ইইউ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন চীনের শীর্ষ কর্মকর্তারা। এসব বৈঠকে একটি জোট গঠন এবং ব্যবসায়িক সুযোগ বাড়ানোর অংশ হিসেবে বেশি করে চীনা বাজার গড়ার প্রস্তাব দেয় বেইজিং। সূত্র: রয়টার্স।
×