ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিএসজি’তেই থাকছেন এমবাপে

প্রকাশিত: ১৮:১৮, ১৬ জুলাই ২০১৮

পিএসজি’তেই থাকছেন এমবাপে

অনলাইন ডেস্ক ॥ বেশ কিছুদিন ধরেই কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়া কথা শোনা যাচ্ছিল। যদিও মূল গুঞ্জনটা ছিল নেইমারকে নিয়ে। কিন্তু পিএসজি’তে নেইমারের সতীর্থ এমবাপের দিকেও নাকি চোখ দিয়ে রেখেছে রিয়াল। তবে আপাতত পিএসজি ছাড়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন ফরাসি এই তারকা। সাফ জানিয়ে দিয়েছেন, পিএসজি ছাড়ছেন না তিনি। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব জয় করে ফেলেছেন এমবাপে। নেইমারের পর দ্বিতীয় দামী ফুটবলার তিনি। জিতেছেন রাশিয়ার বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। স্বভাবতই ট্রান্সফার মার্কেটের অন্যতম কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। গেল সপ্তাহেই রিয়াল ছেড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। নিজেদের সেরা তারকার শূন্যস্থান পূরণের জন্য এরই মধ্যে চারদিকে খোঁজ খবর করছে স্প্যানিশ জায়ান্টটি। এদিকে নেইমারকে দলে ভেড়ানোর বিষয়েও এখন আর আগ্রহ দেখাচ্ছে না তারা। তখনই উঠে আসে এমবাপের বিষয়টি। নেইমারকে যদি দলে না নেয় রিয়াল, তবে কি এমবাপে হচ্ছেন পরবর্তী রিয়াল তারকা? সেই গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়ে বিশ্বকাপ জয়ের রাতেই এমবাপে জানিয়ে দিয়েছেন, পিএসজি ছাড়ছে না তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি পিএসজি’র সাথেই থাকছি। তাদের সাথেই আমরা পথ চলা চালিয়ে যাব।’ গেল মৌসুমে পিএসজি’র হয়ে ২১ গোল করেছেন এমবাপে। এছাড়া দলকে লিও ওয়ানের শিরোপা জিতিয়েছেন তিনি। চলতি বিশ্বকাপে পেলের পর দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হিসাবে ফাইনালসহ নক আউট পর্বে ৩ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। সূত্র : ফোর ফোর টু।
×