ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলায় নিহত ৭

প্রকাশিত: ১৮:৪৬, ১৬ জুলাই ২০১৮

আফগানিস্তানে মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলায় নিহত ৭

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানীতে একটি মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। পুলিশের মুখপাত্র হাশমাত স্তানিকজাই জানান, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের সামনে ওই বিস্ফোরণ ঘটে। মন্ত্রণালয়ের মুখপাত্র ফ্রাইদুন আজহান্দ বলেন, কর্মচারীরা অফিস থেকে বাড়ি ফেরার সময় একটি প্রবেশপথে বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে সাতজন নিহত ও ১২ জন আহত হন। হতাহতদের বেশিরভাগই মন্ত্রণালয়ের কর্মচারী। গত মাসখানেকের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আফগানিস্তানের কোনো মন্ত্রণালয় লক্ষ্য করে বোমা হামলা চালানো হলো। গত ১১ জুন একজন আত্মঘাতী বোমা হামলাকারী আরেকটি মন্ত্রণালয়ের সামনে হামলা চালালে ১৩ জন নিহত ও ৩১ জন আহত হন। আইএস ওই হামলার দায় স্বীকার করেছিল। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের প্রথম ছয় মাসে আফগানিস্তানে রেকর্ডসংখ্যক বেসামরিক মানুষ (১,৬৯২ জন) সন্ত্রাসী হামলা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। ২০০৯ সাল থেকে জাতিসংঘ হিসাব রাখা শুরু করার পর এবছরই আফগানিস্তানে সবচেয়ে বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। সূত্র : এএফপি।
×