ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্যান্ট ফুলে থাকায় কৃষ্ণাঙ্গকে হত্যা পুলিশের, শিকাগোয় সংঘর্ষ

প্রকাশিত: ১৮:৫৪, ১৬ জুলাই ২০১৮

প্যান্ট ফুলে থাকায় কৃষ্ণাঙ্গকে হত্যা পুলিশের, শিকাগোয় সংঘর্ষ

অনলাইন ডেস্ক ॥ পুলিশ অফিসারের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তায় নামলে তাদের সাথেও সংঘর্ষে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের শিকাগো রাজ্যের পুলিশ। পরনের প্যান্ট ফুলে থাকায় নিহত ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে এই সন্দেহে তাকে গুলি করে হত্যা করে পুলিশ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি রবিবার জানিয়েছে, প্রায় ১৫০ জন বিক্ষোভকারী পুলিশকে ‘খুনি’ বলে অভিহিত করে স্লোগান দেয়, ইটপাটকেল ছুঁড়ে মারে। একপর্যায়ে তারা পুলিশের গাড়িতে হামলা চালায়। এসময় পুলিশ লাঠি নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। সংঘর্ষে তিনজন পুলিশ সামান্য আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে চারজনকে। নিহত ব্যক্তির নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। তবে, স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, তার বয়স ৩০ বছরের কাছাকাছি। পুলিশের এক বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তিকে দেখে কর্তব্যরত পুলিশের মনে হয়েছিল তিনি ‘সশস্ত্র’। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করার দাবি করেছে পুলিশ। শিকাগো পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, নিহতের প্যান্ট ফুলে থাকায় পুলিশ সন্দেহ করে সে লুকিয়ে আগ্নেয়াস্ত্র বহন করছে। পুলিশ তাকে থামতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বন্দুক বের করার জন্য হাত বাড়ালে গুলি চালায় পুলিশ। সম্প্রতি, কৃষ্ণাঙ্গদের হত্যার বেশ কয়েকটি ঘটনা ঘটায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রেই নিহত ব্যক্তিরা নিরস্ত্র ছিলেন।
×