ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জয় উদযাপন করতে গিয়ে দুই ফরাসি সমর্থকের মৃত্যু

প্রকাশিত: ২০:০৮, ১৬ জুলাই ২০১৮

জয় উদযাপন করতে গিয়ে দুই ফরাসি সমর্থকের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ দীর্ঘ ২০ বছর পর আবারো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিল ইউরোপের পরাশক্তি ফ্রান্স। জিনেদিন জিদানের পর এবার গ্রিজম্যান-এমবাপেদের হাত ধরে বিশ্বকাপ জিতলো তারা। তবে ট্রফি জয়ের পর ফ্রান্সের প্যারিসে সেটি উদযাপন করতে গিয়ে দুই সমর্থক অনাকাঙ্ক্ষিতভাবে মারা যান। বিশ্বকাপ জয়ের পর স্বভাবতই ফ্রান্সের রাজধানী প্যারিসে আনন্দে উল্লাসে মেতে ওঠে পুরো ফ্রান্সের সকল মানুষ। এ সময় অনেকটা উগ্রভাবেই উদযাপন করতে যায় তারা। এতেই বিপত্তিটা বাধে। পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ হয় এবং এতে ৫০ বছর বয়সী এক ফ্রান্স সমর্থক মারা যান। আরেক ফ্রান্স সমর্থকের মৃত্যু হয় গাছের সঙ্গে ধাক্কা লেগে এই সংঘর্ষ থেকে বাঁচতে গিয়ে। এ সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা যায়। সমর্থকরা পুলিশি হামলার প্রতিবাদে আশেপাশের অনেক দোকান ভাঙচুরসহ, ঘরবাড়ির জানালা ভেঙ্গে ফেলেন। পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ব্যবহার করে। কয়েকটি মেট্রো ট্রেনও বন্ধ করে দেওয়া হয়। তবে রাত বাড়ার সাথে সাথে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
×