ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এবার বিশ্বকাপে আত্মঘাতী গোলের জন্য মানজুকিচকে মনে রাখবে সবাই

প্রকাশিত: ২০:১৩, ১৬ জুলাই ২০১৮

এবার বিশ্বকাপে আত্মঘাতী গোলের জন্য মানজুকিচকে মনে রাখবে সবাই

অনলাইন ডেস্ক ॥ রাশিয়া বিশ্বকাপ এবার যেন আত্মঘাতী গোলের পসরা নিয়ে বসেছে। কিন্তু তাই বলে এত? এবারের আগে এক বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি আত্মঘাতী গোল দেখেছিল ১৯৯৮ বিশ্বকাপ। আর এবার বেড়ে গিয়ে সংখ্যাটা কিনা ১২! আগের রেকর্ডের ঠিক দ্বিগুণ! সেই আত্মঘাতী গোলদাতার তালিকায় নাম লেখালেন মারিও মানজুকিচ। ফাইনালে এর আগে কেউ কখনো আত্মঘাতী গোল করেনি। মানজুকিচ নিজে চেষ্টা করেছেন পাপমোচনের। কিন্তু তার আগেই ম্যাচ শেষ হয়ে গেছে। ৪-১ গোলে পিছিয়ে পড়া ক্রোয়েশিয়া ৪-২ করতে পেরেছে কেবল। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ফ্রান্স। রানার্সআপের সান্ত্বনা নিয়ে ঘরে ফিরতে হলো ক্রোয়েশিয়াকে। অথচ ম্যাচের ফল বলছে না, ফাইনালে কত দুর্দান্ত খেলেছে ক্রোয়েশিয়া। ফ্রান্সের হিসাবি ফুটবলের বিপরীতে তারা ছিল রোমাঞ্চকর। অ্যাডভেঞ্চার-পিয়াসী। কিন্তু তা তো আর কেউ মনে রাখবে না। সবাই বলবে, অসহায় আত্মসমর্পণ করেছে ক্রোয়াটরা। আর এতে সবচেয়ে বেশি নিজেকে দুষবেন মানজুকিচ। তাঁর ওই আত্মঘাতী গোলের পর ক্রোয়েশিয়া যেন তেজ হারিয়ে ফেলতে শুরু করেছিল। মানজুকিচ নিজে নায়ক ছিলেন। নায়ক থেকে যাবেন। ক্রোয়েশিয়াকে তো ফাইনালে তিনিই তুলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সেই গোল করে। কিন্তু আজ তিনি এগিয়ে দিলেন ফ্রান্সকে। আঁতোয়ান গ্রিজমানের ফ্রি কিক থেকে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো মাথা ছুঁইয়ে পাঠালেন নিজেদের জালে! তাতেই এই বিশ্বকাপের আত্মঘাতী গোলের এক ডজন পূরণ হলো। ১৫ জুন ইরানের বিপক্ষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দুর্দান্ত এক হেডে নিজেদের জালে বল পাঠিয়ে ‘আত্মঘাতী উৎসবের’ উদ্বোধন করেন মরক্কোর আজিজ বুহাদ্দুজ। আর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ১৮ মিনিটে হেড করে উৎসবের শেষ ছোঁয়াটা দিলেন মানজুকিচ। অথচ এই ক্রোয়াট স্ট্রাইকারের গোলেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছিল ক্রোয়েশিয়া। প্রথম রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে কোস্টারিকার সমতাসূচক গোলটির কথা না বললে চলছেই না। গোলটিতে যে মিলেমিশে একাকার সেট পিস, শেষ মুহূর্তের গোল ও আত্মঘাতী গোল। ওই এক গোলেই মূর্ত পুরো বিশ্বকাপ। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি নিয়েছিলেন কোস্টারিকার ব্রায়ান রুইজ। ক্রসবারে লেগে বলটি আঘাত করে সুইস গোলরক্ষক ইয়ান সমারের পিঠে। এরপর গোল। তাতেই বিশ্বকাপ ইতিহাসে আত্মঘাতী গোল করা তৃতীয় গোলরক্ষক হয়ে গেলেন সমার। ২০১৮ বিশ্বকাপ, মনে থাকবে আত্মঘাতী গোলগুলোর জন্যও!
×