ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পানামা পেপার্সে আমাদের নাম নেই, শুধুই হয়রানি ॥ হাসান রাজা

প্রকাশিত: ২৩:০০, ১৬ জুলাই ২০১৮

পানামা পেপার্সে আমাদের নাম নেই, শুধুই হয়রানি ॥ হাসান রাজা

অনলাইন রিপোর্টার ॥ পানামা পেপারসে নাম আসার খবর ‘সঠিক নয়’ দাবি করে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা বলেছেন, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর ‘চক্রান্তে’ তাকে হয়রানি করা হচ্ছে। সোমবার ঢাকার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। পানামা পেপার্সে নাম আসা বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে হাসান রাজাকে মুদ্রা পাচারের অভিযোগে সকাল সাড়ে ৯টা থেকে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ। একই অভিযোগে ইউনাইটেড গ্রুপের তিন পরিচালক খোন্দকার মঈনুল আহসান শামীম, আহমেদ ইসমাইল হোসেন ও আখতার মাহমুদকেও দুদক জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, “আমার ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে। কোম্পানির বিষয়ে জিজ্ঞাসা করেছে।" তিনি দাবি করেন, পানামা পেপার্সে তাদের নাম নেই। এসব তারা পরীক্ষা করে দেখেছেন। “একটি ন্যাশনাল পত্রিকা লিখেছিল যে আমাদের নাকি নাম আছে। ২০১৬ সালে পানামা পেপার্স প্রকাশ পেয়েছিল, আমাকে তো এখন ডাকার কথা না। পানামা ও প্যারাডাইস পেপার্সে যাদের নাম এসেছিল তাদের তখন ডাকা হয়েছিল। তখন আমাদের ডাকে নাই। "আমাদের কমপিটেটর উদ্দেশ্যমূলকভাবে একটি পত্রিকার মাধ্যমে আমাদের নাম প্রকাশ করেছে। আপনারাও ওয়েবসাইটে দেখতে পারেন। আমাকে জিজ্ঞেস করার কিছু নেই। জাস্ট হ্যারাসমেন্ট!" দুদক ইউনাইটেড গ্রুপের সকল প্রতিষ্ঠানের আয়কর দেওয়ার নথি দেখতে চেয়েছে জানিয়ে চেয়ারম্যান বলেন, সেসব নথিপত্র তারা দুদকে জমা দেবেন। হাসান রাজা বেরিয়ে যাওয়ার পর ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার মঈনুল আহসান শামীমকে বেলা সাড়ে ১২টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদক কর্মকর্তা আখতার হামিদ ভূঞা। গত ৮ জুলাই আখতার হামিদের স্বাক্ষরে ইউনাইটেড গ্রুপের এই চার জনের পাশাপাশি প্যারাডাইস পেপার্সে নাম আসা তিন ব্যবসায়ীকে তলব করে আলাদা নোটিস পাঠানো হয়। প্যারাডাইস পেপার্সে নাম আসা তিনজন হলেন- ডব্লিউএমভি লিমিটেডের এরিক জোহান অ্যান্ডারস উইলসন, ইন্ট্রেপিড গ্রুপের ফারহান আকিবুর রহমান ও সেলকন শিপিং কোম্পানি মাহতাবা রহমান। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে মঙ্গলবার তলব করা হয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান। দি ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) ২০১৬ সালের মে মাসে পানামার ল’ ফার্ম মোস্যাক ফনসেকার বিপুল সংখ্যক নথি ফাঁস করে দেয়, যা পানামা পেপারস নামে পরিচিতি পায়। বিশ্বের ধনী আর ক্ষমতাধর ব্যক্তিরা কোন কৌশলে কর ফাঁকি দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে গোপন সম্পদের পাহাড় গড়ছেন সেই তথ্য বেরিয়ে আসে সেসব নথি থেকে। মুদ্রাপাচার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যানশিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) তথ্য অনুযায়ী, ২০১৪ সালে বাংলাদেশ থেকে ৭০ হাজার কোটি টাকার বেশি (৮৯৭ কোটি ডলার) পাচার হয়; তার আগে ১০ বছরে ৭৫ বিলিয়ন ডলার হারায় বাংলাদেশ।
×