ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আড়াই মাস পর অপহৃত উদ্ধার ৬ অপহরণকারী গ্রেফতার

প্রকাশিত: ০১:২৯, ১৬ জুলাই ২০১৮

আড়াই মাস পর অপহৃত উদ্ধার  ৬ অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ঢাকার সবুজবাগ এলাকা থেকে অপহৃত শহীদুল ইসলাম নামের একটি ব্যক্তিকে আড়াই মাস পর ঢাকার মহাখালী থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার হয়েছে। রবিবার গভীর রাতে মহাখালীতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, লিপি (৩৬), সুফিয়া বেগম (৫৫), আওয়াল মাষ্টার (৪৮), মিন্টু (৪১), হাসি (৩০) ও সোহেল (৩২)। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ জানান, সুবজবাগে অপহৃত শহীদুল তার স্ত্রী বকুল আক্তার আঁখিকে নিয়ে সবুজবাগের মধ্য বাসাবোর ৫১ নম্বর বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। সেখানে যাতায়াত করতেন শহীদুলদের গ্রামের বাড়ি রাঙ্গামাটির পরিচিত লোকজন। যাতায়াতের এক পর্যায়ে যাতায়াতকারীরা শহীদুলের স্ত্রীর কাছে ব্যবসার জন্য ৫ লাখ টাকা ধার চায়। ধার দিতে অপারগতা প্রকাশ করলে যাতায়াতকারীরা শহীদুলকে অপহরণ করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মোতাবেক চলতি বছরের ২ মে শহিদুল সবুজবাগের বাসা থেকে বের হওয়ার পর তাকে অপহরণ করে। এরপর শহীদুলের স্ত্রীর কাছে মোবাইলে ফোন করে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। এ ব্যাপারে আঁখি মামলা দায়ের করে। মামলা তদন্তের ধারাবাহিকতায় মহাখালী থেকে শহীদুলকে উদ্ধার করা হয়।
×