ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এএফপির দৃষ্টিতে বিশ্বকাপের সেরা একাদশ

প্রকাশিত: ০৬:৫৪, ১৭ জুলাই ২০১৮

 এএফপির দৃষ্টিতে বিশ্বকাপের সেরা একাদশ

স্পোর্টস রিপোর্টার ॥ যবনিকাপাত ঘটেছে রোমাঞ্চকর রাশিয়া বিশ্বকাপ ফুটবলের আসর। যাতে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। বিশ্বখ্যাত নিউজ এজেন্সি এএফপি এই আসরের ১২ ভেন্যুতে ৩২ দিন ধরে ৩২ দলের ৬৪ ম্যাচে খেলে অংশ নেয়া ৭৩৬ ফুটবলারের ১৬৯ গোল পর্যবেক্ষণ করে বাছাই করেছে সেরা একাদশ। দলটি খেলবে ৩-৫-২ ফর্মেশনে। দলের সর্বাধিক চারজনই চ্যাম্পিয়ন ফ্রান্সের। এছাড়া তিনজন বেলজিয়ামের, দুজন ক্রোয়েশিয়ার। ব্রাজিল ও ইংল্যান্ডের ১ জন করে। আর্জেন্টিনা, উরুগুয়ে, পর্তুগাল, স্পেন দলের কেউ নেই এই একাদশে। তেমনি খেলোয়াড় হিসেবে সুযোগ পাননি মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সুয়ারেজ, সালাহ্-এর মতো সুপারস্টার ফুটবলাররা। এতে গোলরক্ষক হিসেবে ঠাঁই পেয়েছেন ‘গোল্ডেন গ্লাভ’ জেতা বেলজিয়ামের থিবাউ কর্তৌয়া। এবার আসা যাক ডিফেন্ডার পজিশনে। রাইট ব্যাক হিসেবে আছেন বেলজিয়ামের টমাস মিউনিয়ার। সেন্টার ব্যাক হিসেবে আছেন ফ্রান্সের রাফায়েল ভারানে। রাইট ব্যাকে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের কাইরান ট্রিপার। এবার মধ্যমাঠ। প্রথমেই আসবে যে নামটি, তিনি ফ্রান্সের পল পোগবা। ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলবেন ফ্রান্সের এনগোলো কান্টে। এ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন ব্রাজিলের ফিলিপ কুটিনহো। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলবেন ‘গোল্ডেন বল’ জেতা ক্রোয়েশিয়ার লুকা মডরিচ। উইঙ্গার পজিশনে খেলবেন বেলজিয়ামের ইডেন হ্যাজার্ড। ফরোয়ার্ড পজিশনে খেলবেন এই বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা ফ্রান্সের কিরিয়ান এমবাপে। তার সঙ্গী হবেন ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ।
×