ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায়ী অপহরণ

না’গঞ্জে ৪ জনের বিরুদ্ধে মামলা ॥ আটক রত্নাসহ দুজন রিমান্ডে

প্রকাশিত: ০৭:২৬, ১৭ জুলাই ২০১৮

 না’গঞ্জে ৪ জনের বিরুদ্ধে মামলা ॥ আটক রত্নাসহ দুজন রিমান্ডে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর নিতাইগঞ্জের কাচারিগলি থেকে ২১ মাস আগে নিখোঁজ ব্যবসায়ী স্বপন সাহাকে অপহরণের অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ হত্যা মামলার প্রধান আসামি পিন্টু দেবনাথসহ চারজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছে স্বপনের পরিবার। অপর আসামিদের মধ্যে পিন্টুর পরকীয়া প্রেমিকও রয়েছেন। সোমবার বিকেলে নিখোঁজ স্বপনের বড় ভাই অজিত সাহা বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম রাত নয়টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে জেলা গোয়েন্দা পুলিশ প্রবীর চন্দ্র ঘোষ হত্যা মামলা তদন্ত করতে গিয়ে স্বপন কুমারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন পিন্টু দেবনাথের পরকীয়া প্রেমিক রত্না রানী চক্রবর্তীর কাছ থেকে উদ্ধার করেছে। মোবাইল ফোনের সূত্র ধরে জেলা গোয়েন্দা পুলিশ রত্না রানী চক্রবর্তী ও আব্দুল্লাহ আল মামুন নামের এক যুবককে গ্রেফতার করে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা বিভাগ) নুরে আলম জানান, সোমবার সন্ধ্যায় গ্রেফতারকৃত রত্না রানী চক্রবর্তী ও আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিক ইমাম দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
×