ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় কন্টেইনার লরি থেকে বাংলাদেশিসহ ৯৮ অভিবাসী উদ্ধার

প্রকাশিত: ১৮:১৪, ১৭ জুলাই ২০১৮

লিবিয়ায় কন্টেইনার লরি থেকে বাংলাদেশিসহ ৯৮ অভিবাসী উদ্ধার

অনলাইন ডেস্ক॥ লিবিয়ায় একটি কন্টেইনার লরি থেকে বাংলাদেশিসহ ৯৮ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। গাদাগাদি করে থাকা ওই লরিতে পেট্রোলের গ্যাসে আটজন দমবন্ধ হয়ে মারা গেছে। এদের মধ্যে ছয় শিশু রয়েছে। বাকী ৯০ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লিবিয়ার উপকূলীয় শহর জুয়ারার নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অভিবাসী আফ্রিকার সাহারা অঞ্চল, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা। মাংস অথবা মাছ পরিবহনের জন্য শীতলীকরণ ব্যবস্থা সম্বলিত কন্টেইনারের ভেতরে তারা আটকা ছিল। জুওয়ারার বাইরে মেল্লিতাহ তেল ও গ্যাস কমপ্লেক্সের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়। নিরাপত্তা পরিচালক বলেছেন, ‘দীর্ঘ সময় কনটেইনারে থাকায় তাদের মৃত্যু হয়েছে। আটজনের মধ্যে ছয়জন শিশু, একজন নারী ও একজন যুবক।’ কনটেইনারের ভেতর থেকে কয়েক গ্যালন পেট্রল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
×