ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউভেন্তুসকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চান রোনালদো

প্রকাশিত: ২১:৫৭, ১৭ জুলাই ২০১৮

ইউভেন্তুসকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চান রোনালদো

অনলাইন ডেস্ক ॥ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটি, রিয়াল মাদ্রিদের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এরই মধ্যে জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার নতুন দল ইউভেন্তুসের হয়ে ইউরোপ সেরা আসরের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। রিয়ালের হয়ে নয় বছরের ক্যারিয়ারের ইতি টেনে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে চার বছরের চুক্তিতে ইউভেন্তুসে যোগ দেন রোনালদো। ১৯৯৫-৯৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ শিরোপা জেতা ইতালির দলটিকে ফের এ স্বাদ দিতে চান পর্তুগিজ ফরোয়ার্ড। “আমি জানি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি প্রতিটি দলই জিততে চায়। আমরা তা জেতার জন্য লড়াই করব। শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, সেরি আ এবং অন্য সব শিরোপার জন্য আমরা লড়ব।” “আমি জানি চ্যাম্পিয়ন্স লিগ জেতা কঠিন হবে কিন্তু আমাদের অবশ্যই শান্ত এবং মনোযোগী থাকতে হবে। চ্যাম্পিয়ন্স লিগ সহজে জেতা যায় না এবং আমি অবশ্যই আমার কাজটুকু করব।” “আশা করি এটা জিততে আমি ইউভেন্তুসকে সাহায্য করতে পারি। আশা করি দলের জন্য আমি সৌভাগ্যের তারকা হতে পারব। তবে আমরা দেখব সামনে কি ঘটে।” ২০১৭-১৮ মৌসুমের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছিল ইউভেন্তুস-রিয়াল। প্রথম লেগে রোনালদোর জোড়া গোলে ইউভেন্তুসের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছিল রিয়াল। ফিরতি লেগে ৩-১ ব্যবধানে হারলেও গোলে এগিয়ে থেকে সেরা চার উঠেছিল স্পেনের দলটি। ফিরতি লেগে রিয়ালকে শেষ মুহূর্তে মূল্যবান গোলটি এনে দিয়েছিলেন রোনালদো। ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে হেরেছিল ইউভেন্তুস। কার্ডিফের ফাইনালে স্পেনের দলটির হয়ে জোড়া গোল করেছিলেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের মনে পড়ছে ২০১৭ সালের ফাইনাল। “ইউভেন্তুস শিরোপা থেকে এক ধাপ দূরে ছিল। তারা (২০১৭ সালে) এটা জিততে পারেনি। কারণ, আপনি ফাইনালে উঠলেও কোনোকিছুই লেখা হয়ে যায় না।”
×