ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়া অসুস্থ নন ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২২:২৫, ১৭ জুলাই ২০১৮

খালেদা জিয়া অসুস্থ নন ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ খালেদা জিয়া অসুস্থ নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ নন। তাঁর স্বাস্থ্যহানিও হয়নি। তারপরও তাঁকে আমরা চিকিৎসার জন্য দুটি হাসপাতালে সুযোগ দিয়েছিলাম। কিন্তু তিনি তা নেননি। কারাবিধি মেনে এর বাইরে কিছু করা সম্ভব নয়।’ আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকেরা মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ারে’ কোনো গডফাদার কেন পড়ছেন না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম বিভিন্ন তালিকায় এলেও তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? উত্তরে মন্ত্রী বলেন, ‘আমরা পাঁচটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তৈরি তালিকায় যাদের নাম কমন পড়ছে, তাদেরই আটক করছি। বিচারে নির্দোষ হলে ছেড়ে দিচ্ছি। আমরা কোনো ক্রসফায়ার করছি না।’ তিনি আরও বলেন, ‘সাংসদরাও বাদ যাবে না। অপেক্ষা করুন।’ বৈঠকের শুরুতে মন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের সফলতার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ ও সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা মোকাবিলা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ।’ এ সময় তাঁকে প্রশ্ন করা হয়, রোহিঙ্গারা ৩০ হাজার টাকায় বাংলাদেশে পাসপোর্ট নিয়ে বিদেশে চলে যাচ্ছে—এ বিষয়টি আপনি কীভাবে দেখছেন? জবাবে তিনি বলেন, ‘বিষয়টি ঠিক আছে। তবে যারা ধরা পড়ছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক চাপ অব্যাহত রেখেছি।’ টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক হত্যার বিচারের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তাঁর পরিবারসহ সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিবেদন পেলেই আমরা জানাতে পারব।’ কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ভূমিকার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কখনো পুলিশ যায় না। যখনই বিশ্ববিদ্যালয় পুলিশ চায়, তখনই যায়। উপাচার্যের বাড়িতে যে ঘটনা হয়েছে, তা খুবই লজ্জাজনক। আমরা ভিডিও ফুটেজ দেখে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও মানহানি করে যাঁরা বক্তব্য দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) নির্দেশ দিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
×