ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হল-মার্কের জেসমিনের মেডিকেল রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট

প্রকাশিত: ০০:৪৯, ১৭ জুলাই ২০১৮

হল-মার্কের জেসমিনের মেডিকেল রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ হল–মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের মেডিকেল রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট। অর্থ আত্মসাতের এক মামলায় জামিন প্রশ্নে জারি করা রুল শুনানিতে বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড.কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জেসমিন ইসলামের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন ও এ কে এ আমিন উদ্দিন। এ মামলায় দুদকের আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। পরে এ কে এম আমিন উদ্দিন জানান, তার আইনজীবীরা বলেছেন তিনি (জেসমিন ইসলাম) অসুস্থ। এরপর আদালত কারা কর্তৃপক্ষের কাছে দুই সপ্তাহের মধ্যে তার মেডিকেল রিপোর্ট চেয়েছেন। ২০১৬ সালের ১ নভেম্বর জেসমিন ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জয়নাল আবেদিন।মামলার দিন বিকালে তাকে দুদকের একটি দল রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেপ্তার করে।
×