ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুমিল্লার দুই মামলায় খালেদার জামিন শুনানি ১৯ জুলাই

প্রকাশিত: ০১:৫০, ১৭ জুলাই ২০১৮

কুমিল্লার দুই মামলায় খালেদার জামিন শুনানি ১৯ জুলাই

স্টাফ রিপোর্টার॥ কুমিল্লার চৌদ্দগ্রামে হত্যা ও নাশকতার অভিযোগে পৃথক দুই মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর আজ দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। আজ আংশিক শুনানি শেষে মামলার পরবর্তী শুনানির জন্য ১৯ জুলাই দিন ধার্য করে মামলার কার্যক্রম মুলতবি করেন হাইকোর্ট।সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আদেশ দেন।আদালতে ওই দিন খালেদার পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন একেএম এহসানুর রহান, অ্যাডভোকেট মাসুদ রানা, সালমা সুলতানা সোমা প্রমুখ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ। খন্দকার মাহবুব হোসেন বলেন, ৪৯৮ ধারা অনুযায়ী এ মামলায় হাইকোর্টের জামিন শুনানির এখতিয়ার রয়েছে। হাইকোর্ট আইনগতভাবে তা প্রয়োগ করে জামিন দিয়েছেন এবং আপীল বিভাগের এখতিয়ার আছে কিনা তা নির্ধারণ করতে বলেছেন।তিনি বলেন, উভয় আদালতেরই এখতিয়ার রয়েছে। আদালত সেই ক্ষমতা প্রয়োগ করেছেন। এটা যথাযথ হয়েছে। খালেদার আইনজীবীর জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, হাইকোর্ট জামিন দিতে পারে না। শেষ আদালত থেকে যদি নামঞ্জুর করা হয়। এখানে শেষ কোর্ট রিফিউজ করেনি। অতএব হাইকোর্টের জামিন দেয়ার এখতিয়ার নেই।এর আগে গত ১২ জুলাই মামলা দুটির জামিন নিয়ে জারি করা রুলের শুনানির জন্য আজকের (১৬ জুলাই) দিন ধার্য ছিল।
×