ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনের বিধান না রেখে নারী আসন বহাল রাখার পূণর্বিবেচনা দাবি : আয়েশা খানম

প্রকাশিত: ০২:০২, ১৭ জুলাই ২০১৮

নির্বাচনের বিধান না রেখে   নারী আসন বহাল রাখার  পূণর্বিবেচনা দাবি : আয়েশা খানম

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার নারী বিষয়ক বিভিন্ন ইতিবাচক পরিবর্তনের পদক্ষেপ নিয়েছেন। তবে সংবিধানের সপ্তদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনের বিধান না রেখে মনোনয়নের মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন আরও ২৫ বছর বহাল রাখার সিদ্ধান্ত এসব ইতিবাচক বিষয়গুলোর সঙ্গে সাংঘর্ষিক হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক আয়োজিত ‘সংবিধানের সপ্তদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনের বিধান না রেখে মনোনয়নের মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন আরও ২৫ বছর বহাল রাখার প্রতিবাদে’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের পর বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী ও সংগঠকদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে মিছিলটি জিরো পয়েন্টে এসে শেষ হয়। সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক রেখা চৌধুরি। সমাবেশে আয়েশা খানম বলেন, ‘বাংলাদেশ বিভিন্ন সূচকে অনেক দূর এগিয়েছে। বাংলাদেশের নারীরা যেমন হিমালয়ের চূড়ায় উঠেছে তেমনি সবক্ষেত্রে তাদের দক্ষতা ও আন্তরিকতার স্বাক্ষর রেখেছে। কিন্তু সেই নারীরাই আজ রাজনৈতিক ভাবে পিছিয়ে পড়ছে। রাজনীতিতে নারীদের একটি অংশকে পিছনে রেখে কখনোই টেকসই উন্নয়ন হবে না। এই সংসদে ২০১৮ সালে তারা জাতীয় সংদের সংরক্ষিত আসনের মেয়াদ বৃদ্ধির ঘোষনা দিলেন। নারীর নির্বাচনী এলাকা নাই তারা পরনির্ভরশীল শক্তি হিসাবে রাজনীতিতে তৈরি হচ্ছে। স্থানীয় সরকারের নারী জনপ্রতিনিধিরা যদি সরাসরি নির্বাচিত হতে পারেন তাহলে জাতীয় সংসদেও নারীরা পারবেন। কাজেই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থার বিষয়টি যেন এই সরকার আবারো পূণর্বিবেচনা করেন সেই দাবি রাখেন আয়েশা খানম। সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি ডা.ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক, রাখীদাশ পুরকায়স্থ, সীমা মোসলেম, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম, সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, স্বাস্থ্য সম্পাদক নুরুল ওয়ারা বেগমসহ সংগঠনের প্রায় দেড় শত নেত্রী ও সংগঠক অংশগ্রহণ করেন এবং সমাবেশ পরবর্তীতে একটি মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য একই সাথে এই বিষয়ে কেন্দ্র এবং জেলা শাখায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
×