ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদার অসুস্থতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দুরভীসন্ধিমূলক : রিজভী

প্রকাশিত: ০২:০৬, ১৭ জুলাই ২০১৮

খালেদার অসুস্থতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দুরভীসন্ধিমূলক : রিজভী

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দুরভীসন্ধিমূলক বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জিয়া গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁকে কেন ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হচ্ছে না ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়া নতুন কোন রোগে আক্রান্ত হননি, তাঁকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। আর সরকারি ব্যবস্থাপনার বাইরে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া সম্বব নয়। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে আমাদের কথাই সত্যি হলো তারা বিএনপি চেয়ারপার্সনকে নিয়ে দুরভীসন্ধিমূলক এক গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। চিকিৎসা না দিয়ে তিলে তিলে শেষ করে দেয়া এবং রাজনীতি থেকে খালেদা জিয়াকে চিরতরে সরিয়ে দেয়ার জন্যই তাঁর জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। রিজভী বলেন, ‘দেশের স্বাধীনতার ঘোষকের’ সহধর্মিনী ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতাকে চরম অবনতির দিকে ঠেলে দিতেই স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সরকার এক নোংরা খেলায় মেতে উঠেছে। তিনি বলেন, অতীতে কোন ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাবন্দী থাকা অবস্থায় স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, কোন ব্যবস্থাপনায় আওয়ামী লীগের অন্যান্য সিনিয়র নেতাদের চিকিৎসা হয়েছিল রাজধানীর ল্যাবএইড বা বারডেমে। রিজভী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন দেশে নাকি কোন বিচারবহির্ভূত হত্যাকান্ড ও গুমের ঘটনা ঘটছে না। জবাবদিহিহীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীই কেবল এই ধরণের উদ্ভট, ভারসাম্যহীন ও অসত্য কথা বলে নির্যাতিত-নিপীড়িত জনগণের সঙ্গে নিষ্ঠুর রসিকতা করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদ রাখতে এমন বানোয়াট ও অসত্য বক্তব্য প্রদান ছাড়া তার কোন উপায় নেই। রিজভী বলেন, প্রতিদিন বিচার বহির্ভূত হত্যার হিড়িক চলছে। গুম করা হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষকে। তিনি বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপি প্রেসকনফারেন্স করতে পারে আর প্রধানমন্ত্রীকে সমালোচনা করে বক্তব্য দিতে পারে। আওয়ামী লীগ নেতারা কী ভুলে গেছেন সরকারের সমালোচনা করার কারণে গভীর রাতে দলীয় কার্যালয় ভেঙ্গে তছনছ করে গ্রেফতারের কথা, ভুলে গেছেন ২০১৩ সালে পুলিশ ঢুকিয়ে সারা কার্যালয় তছনছ করে বিএনপি মহাসচিব ও সিনিয়র নেতৃবৃন্দসহ ১৫৪ জনকে আটক করে নিয়ে যাবার কথা। তাহলে তখন কি গণতন্ত্র ছিল না? রিজভী বলেন, কয়েকদিন আগে জাতীয় সংসদের ভেতরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সম্পর্কে যে উদ্ভট, অলীক, অসংসদীয় ও অশ্রাব্য কুটুবাক্য প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন সেটি কোন গণতান্ত্রিক রীতিতে পড়ে ? বিএনপিসহ বিরোধী দলের সভা-সমাবেশের অনুমতি না দেয়া কোন গণতান্ত্রিক রীতিতে পড়ে ? বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের হামলা, নির্যাতন ও নিপীড়ণ কোন গণতান্ত্রিক রীতি ? দেশের প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করে দেশ থেকে বিতাড়ণ কোন গণতান্ত্রিক রীতিতে পড়ে ? মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করা কোন গণতান্ত্রিক রীতি ? আমি আওয়ামী সাধারণ সম্পাদক সাহেবকে অনুরোধ করবো নিজেরা আয়নায় ভাল করে নিজেদের চেহারাটা দেখুন। রিজভী বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী তান্ডব চরম আকার ধারণ করেছে। নগরীর সাগরপাড়ায় জেলা ছাত্রদলের গণসংযোগ কর্মসূচি বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু উদ্বোধনকালে আওয়ামী লীগের দুস্কৃতিকারিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি কর্মী স্বপন কর্মকার, সাংবাদিক পরিতোষ চৌধুরীসহ কয়েকজন। রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে, তিন সিটি কর্পোরেশন নির্বাচন খুলনা ও গাজীপুরের মতো হবে। এখন তাঁর বক্তব্যের সেই আলামত ফুটে উঠতে শুরু করেছে। রাজশাহীতে ধানের শীষের প্রার্তীর নির্বাচনী প্রচারণায় ককটেল হামলা নির্বাচনী নতুন মডেলের আরেকটি প্রাথমিক পদক্ষেপ। আতঙ্কিত পরিবেশ তৈরী করে ভোটারশুন্য নির্বাচন করতেই এই হামলা। আমি দলের পক্ষ থেকে ককটেল হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দুস্কৃতিকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
×