ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাশেম আহমেদের মৃত্যুতে এফবিসিসিআইয়ের গভীর শোক

প্রকাশিত: ০২:০৯, ১৭ জুলাই ২০১৮

কাশেম আহমেদের মৃত্যুতে এফবিসিসিআইয়ের গভীর শোক

স্টাফ রিপোর্টার ॥ ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক প্রথম সহসভাপতি এবং টাঙ্গাইল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আবুল কাশেম আহমেদের মৃত্যুতে এফবিসিসিআই গভীর শোক প্রকাশ করছে। এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, পরিচালকবৃন্দ, সকল জেলা চেম্বার ও সকল এ্যাসোসিয়েশন এবং এফবিসিসিআই সচিবালয় মরহুম কাশেম আহমেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং মরহুমের পরিবারের শোকসন্তপ্ত সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। উল্লেখ্য যে, আবুল কাশেম আহমেদ ৭৪ বছর বয়সে মঙ্গলবার সকালে ঢাকার স্থানীয় এক হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুম কাশেম আহমেদ ২০০৮-১০ মেয়াদকালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রথম সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি টাঙ্গাইল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পাঁচবারের নির্বাচিত সভাপতি ছিলেন। এফবিসিসিআই প্রথম সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে এফবিসিসিআই-এবং দেশের সকল চেম্বার ও এ্যাসোসিয়েশনের উন্নয়নে কাশেম আহমেদের ইতিবাচক অবদানের জন্য এফবিসিসিআই পরিবার গভীর শ্রদ্ধার সাথে স্মরন করছে। তাঁর প্রগতিশীল কার্যক্রম টাঙ্গাইল চেম্বার সহ সারা দেশের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে এফবিসিসিআই বিশ্বাস করে।
×