ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুরে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশিত: ০২:৫৩, ১৭ জুলাই ২০১৮

শেরপুরে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার হাতিবান্ধা চকপাড়া গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে স্থানীয় মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমান ও তার স্ত্রী রেখা খাতুন। বিকেলে তাদেরকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পুলিশ ওই ঘটনায় ব্যবহৃত একটি ধারালো দা’ও জব্দ করেছে। শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, বৃদ্ধা ফজিলার লাশ উদ্ধারের পর থেকে পুলিশ গুরুত্বের সঙ্গে মামলাটি তদন্ত করে। তদন্তের এক পর্যায়ে পুলিশের কাছে প্রমাণিত হয় যে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলে হাবিবুর ও তাঁর স্ত্রী রেখা ধারালো অস্ত্র দিয়ে ফজিলাকে হত্যা করে বাড়ির অনতিদূরের জঙ্গলে তার লাশ ফেলে রাখেন। এরপর মঙ্গলবার স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফজিলাকে হত্যার কথা স্বীকার করেছেন। উল্লেখ্য, গত ২৪ মে ঝিনাইগাতী থানা-পুলিশ উপজেলার হাতিবান্ধা চকপাড়া গ্রামের একটি জঙ্গল থেকে মৃত আমজাদ হোসেনের স্ত্রী ৮০ বছরের বৃদ্ধা ফজিলা খাতুনের গলাকাটা লাশ উদ্ধার করে। ওই ঘটনায় ফজিলার বড় ছেলে আব্দুর রেজ্জাক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেন।
×