ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আরও ৩৮ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার তালিকায়

প্রকাশিত: ০৫:৫২, ১৮ জুলাই ২০১৮

আরও ৩৮ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার তালিকায়

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী ও রাজাকার আলবদর আল শামসের হাতে নির্যাতিত আরও ৩৮ জন বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেছে সরকার। এখন থেকে বীরাঙ্গনা তালিকাভুক্তরা মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের দেয়া সকল সুবিধা ভোগ করবেন। এ পর্যন্ত মোট ২শ’ ৩১ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সরকারী সুযোগ-সুবিধা পাবেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৫৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এর আগে সাংবাদিকদের বলেছিলেন যে, প্রায় ৪ থেকে ৫শত বীরাঙ্গনার তালিকা নিয়ে আমরা কাজ করছি, যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে সবাইকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হবে। এরই অংশ হিসেবে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মুক্তিযোদ্ধার স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনারা হলেন, নীলফামারীর জলঢাকার মোছাঃ শাহেলা বেগম, ঠাকুরগাঁও সদরের মোছাঃ আমেনা বেওয়া এবং লালমনিরহাট সদরের শেফালী রানী, মোছাঃ রেজিয়া, মোছাঃ মোসলেহা বেগম এবং শ্রীমতি জ্ঞানো বালা। চট্টগ্রামের পটিয়ার আছিয়া বেগম, ফেনীর ছাগলনাইয়ার রহিমা বেগম এবং কুমিল্লা চৌদ্দগ্রামের আফিয়া খাতুন খঞ্জনী, জয়পুরহাট সদরের মোছাঃ জাহানারা বেগম, নওগাঁ সাপাহারের মৃত পান বিলাসী, নাটোর বড়াইগ্রামের মোছাঃ হনুফা এবং সিরাজগঞ্জের তাড়াশের অর্চনা সিংহ ও মৃত পচি বেওয়া মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। এছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মোছাঃ ওজিফা খাতুন, দয়ারানী পরামানিক ও মোছাঃ রাবেয়া খাতুন, কুষ্টিয়ার কুমারখালীর মাছুদা খাতুন মোছাঃ মোমেনা খাতুন ও মোছাঃ এলেজান নেছা, কুষ্টিয়া সদরের মৃত রাজিয়া বেগম এবং বাগেরহাটের রামপালের মোছাঃ ফরিদা বেগম। শেরপুরের নালিতাবাড়ীর মোছাঃ মহিরন বেওয়া, মোছাঃ আকিরন নেছা, মোছাঃ জতিরন বেওয়া, মোছাঃ হোসনে আরা, মোছাঃ হাজেরা বেগম (পিতা মৃত উমেদ আলী) ও হাজেরা বেগম (পিতা মৃত হাসেন আলী) এবং শেরপুরের ঝিনাইগাতীর মৃত ফিরোজা খাতুন। শরীয়তপুর সদরের জুগল বালা পোদ্দার, যোগমায়া ও সুমিত্রা মালো, গোপালগঞ্জ সদরের হেলেনা বেগম ও ফরিদা বেগম এবং গাজীপুরের কালীগঞ্জের মোসা. আনোয়ারা বেগম। এছাড়া ঝালকাঠি সদরের সীমা বেগম ও মোসাঃ আলেয়া বেগম এবং হবিগঞ্জের মাধবপুরের সন্ধ্যা ঘোষকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
×